পিপিআর (PPR) রোগের সমন্বিত চিকিৎসা পদ্ধতি-A miracle of treatment of PPR

পিপিআর ছাগল ও ভেড়ার একটি মারাত্মক রোগ। এ রোগে পশু মৃত্যুর হার ৫০-৯০ শতাংশ । আমরা জানি ভাইরাস রোগের কোনো চিকিৎসা নাই। তবে সম্প্রতি বিএল আর আই কতৃক এর সমন্বিত চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে যা এ রোগ দমনে বিশেষভাবে কার্যকর ।এ চিকিৎসা পদ্ধতিতে ৫০-৯০ শতাংশ আক্রান্ত ছাগল সুস্থ হয়ে উঠে । এমনকি রোগাক্রান্ত পশুর সাথে একই শেডে বসবাসরত পশুর ক্ষেত্রে এ চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করলে সুস্থ পশুতে আর রোগ হবে না ।


উদ্ভাবিত সমন্বিত চিকিৎসা পদ্ধতিঃ

অ্যান্টিবায়োটিক + পিপিআর হাইপার ইমিউন সিরাম

*পিপিআর হাইপার ইমিউন সিরাম-পিপিআর রোগ থেকে সেরে উঠা অথবা টিকা প্রদানকৃত ছাগল থেকে রোগ সারার বা টিকা প্রদানের ২১-২৮ দিন পর সিরাম সংগ্রহ করা হয় ।

১। ডায়রিয়া ও অন্যান্য লক্ষণঃ
 ১০ মিলি অ্যান্টিসিরাম শিরায় পরপর ৩ দিন |
 ইঞ্জেকশন সিভক্স ভেট ১ মিলি ১০ কেজি ওজনের জন্য মাংসে পরপর ৩ দিন দিবেন|
 ট্যাব সিভক্স ভেট ১ ট্যাব/১০০ কেজি ওজনের জন্য অথবা সালফা প্লাস ১ ট্যাব/৩৩ কেজি ওজনের জন্য পরপর তিন দিন|
 ডায়রিয়া বন্ধ না হলে অ্যাট্রোপিন সালফেট ১০ মিলি/১০০ কেজি অজনের জন্য দেয়া যেতে পারে|

২। শুধু নিউমনিয়া লক্ষণযুক্ত অবস্থায় শুধু একই নিয়মে অ্যান্টিসিরাম ও অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে হবে|

৩| রোগাক্রান্ত পশুর সাথে একই শেডে বসবাসরত পশুর ক্ষেত্রে ১০ মিলি অ্যাটিসিরাম পরপর দুই দিন শিরায় দিতে হবে উপরোক্ত নিয়ম অনুযায়ী অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে হবে|

Ref: BLRI

লেখকঃ Dr. Sakhawat Hossain

Poultry,Dairy & Pet animal consultant, Ex. Poultry Consultant, Kazi Farms Limited, VS, 33rd BCS

এটাও দেখতে পারেন

Vaccination of goat

It is very iomportant for rearing goat. There are many diseases which can affect our …

একটি মন্তব্য

  1. My got are suffer from PPR,,now a days he can not eat anythings..and he is very wee… Plz help mi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.