পিপিআর ছাগল ও ভেড়ার একটি মারাত্মক রোগ। এ রোগে পশু মৃত্যুর হার ৫০-৯০ শতাংশ । আমরা জানি ভাইরাস রোগের কোনো চিকিৎসা নাই। তবে সম্প্রতি বিএল আর আই কতৃক এর সমন্বিত চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে যা এ রোগ দমনে বিশেষভাবে কার্যকর ।এ চিকিৎসা পদ্ধতিতে ৫০-৯০ শতাংশ আক্রান্ত ছাগল সুস্থ হয়ে উঠে । এমনকি রোগাক্রান্ত পশুর সাথে একই শেডে বসবাসরত পশুর ক্ষেত্রে এ চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করলে সুস্থ পশুতে আর রোগ হবে না ।
উদ্ভাবিত সমন্বিত চিকিৎসা পদ্ধতিঃ
অ্যান্টিবায়োটিক + পিপিআর হাইপার ইমিউন সিরাম
*পিপিআর হাইপার ইমিউন সিরাম-পিপিআর রোগ থেকে সেরে উঠা অথবা টিকা প্রদানকৃত ছাগল থেকে রোগ সারার বা টিকা প্রদানের ২১-২৮ দিন পর সিরাম সংগ্রহ করা হয় ।
১। ডায়রিয়া ও অন্যান্য লক্ষণঃ
১০ মিলি অ্যান্টিসিরাম শিরায় পরপর ৩ দিন |
ইঞ্জেকশন সিভক্স ভেট ১ মিলি ১০ কেজি ওজনের জন্য মাংসে পরপর ৩ দিন দিবেন|
ট্যাব সিভক্স ভেট ১ ট্যাব/১০০ কেজি ওজনের জন্য অথবা সালফা প্লাস ১ ট্যাব/৩৩ কেজি ওজনের জন্য পরপর তিন দিন|
ডায়রিয়া বন্ধ না হলে অ্যাট্রোপিন সালফেট ১০ মিলি/১০০ কেজি অজনের জন্য দেয়া যেতে পারে|
২। শুধু নিউমনিয়া লক্ষণযুক্ত অবস্থায় শুধু একই নিয়মে অ্যান্টিসিরাম ও অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে হবে|
৩| রোগাক্রান্ত পশুর সাথে একই শেডে বসবাসরত পশুর ক্ষেত্রে ১০ মিলি অ্যাটিসিরাম পরপর দুই দিন শিরায় দিতে হবে উপরোক্ত নিয়ম অনুযায়ী অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে হবে|
Ref: BLRI
My got are suffer from PPR,,now a days he can not eat anythings..and he is very wee… Plz help mi