কবুতরের টিকা প্রদান সূচী- An effective vaccination schedule of pigeon.

খামারে রোগ প্রতিরোধের জন্য টিকা প্রয়োগ একটি গুরুত্বপূর্ণ বিষয় | কবুতরের বিভিন্ন রোগ হয় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাণীক্ষেত ও পক্স | এ দুটি রোগে কবতর প্রায়ই আক্রান্ত হয় | রাণীক্ষেত রোগে আক্রান্ত কবুতর বেশিরভাগই মারা যায় | এ রোগের কোনো চিকিৎসা নাই | “Prevention is better than cure.” প্রবাদটি এ রোগের বেলায় ১০০ ভাগ খাঁটি | প্রত্যেক কবুতর পালনকারী ভাইদেরকে এ দুটি রোগের টিকা দিতে হবে |


টিকাসূচীঃ

রাণীক্ষেত রোগের জন্যঃ

১. বিসিআরডিভি– ১-৭ দিন  ও ২২-২৮ দিন বয়সে বুস্টার ডোজ ১ ফোঁটা ১ চোখে ৬ মিলি পানিতে গুলিয়ে ১০০ কবুতরে
২. আরডিভি — ২ মাস ও তদুর্ধ্ব ১ মিলি রানের মাংসে ১০০ মিলি পানিতে গুলিয়ে ১০০ কবুতরে

পিজিয়ন পক্স — ৩-৭ দিন পাখার ত্রিকোণাকৃতি মাংসবিহীন চামড়া খূঁচিয়ে ৩ মিলি পানিতে ২০০ কবুতরে

বিঃদ্রঃ টিকা দেয়ার পুর্বে অবশ্যই অভিজ্ঞ ভেটেরিনারিয়ানের পরামর্শ নিন |

লেখকঃ Dr. Sakhawat Hossain

Poultry,Dairy & Pet animal consultant, Ex. Poultry Consultant, Kazi Farms Limited, VS, 33rd BCS

এটাও দেখতে পারেন

কোয়েল পাখি পালনে সম্ভাব্য মূলধন কত টাকা লাগবে?

১ হাজার কোয়েল পাখির খামার করতে কত টাকা মূল্ধন লাগবে দেখে নিন বিস্তারিত ভিডিও এখানে……

৬ মন্তব্য

  1. RDV কি একবারই দিতে হবে? ২ মস বা তদূর্ধ্ব যে কোন adult কে প্রযোজ্য?

  2. এখানে যা এক থেকে সাত দিন এইটা মানে এর মাঝে যে কোন এক দিন দিলেই হবে নাকি প্রতিদিন দিতে হবে কোনটা

  3. bcrdv vaccine কি বড় কবুতর,মুরগিকে দেওয়া যাবে? দেওয়া গেলে কি বুস্টার ডোজও দিতে হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.