খামারে রোগ প্রতিরোধের জন্য টিকা প্রয়োগ একটি গুরুত্বপূর্ণ বিষয় | কবুতরের বিভিন্ন রোগ হয় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাণীক্ষেত ও পক্স | এ দুটি রোগে কবতর প্রায়ই আক্রান্ত হয় | রাণীক্ষেত রোগে আক্রান্ত কবুতর বেশিরভাগই মারা যায় | এ রোগের কোনো চিকিৎসা নাই | “Prevention is better than cure.” প্রবাদটি এ রোগের বেলায় ১০০ ভাগ খাঁটি | প্রত্যেক কবুতর পালনকারী ভাইদেরকে এ দুটি রোগের টিকা দিতে হবে |
টিকাসূচীঃ
রাণীক্ষেত রোগের জন্যঃ
১. বিসিআরডিভি– ১-৭ দিন ও ২২-২৮ দিন বয়সে বুস্টার ডোজ ১ ফোঁটা ১ চোখে ৬ মিলি পানিতে গুলিয়ে ১০০ কবুতরে
২. আরডিভি — ২ মাস ও তদুর্ধ্ব ১ মিলি রানের মাংসে ১০০ মিলি পানিতে গুলিয়ে ১০০ কবুতরে
পিজিয়ন পক্স — ৩-৭ দিন পাখার ত্রিকোণাকৃতি মাংসবিহীন চামড়া খূঁচিয়ে ৩ মিলি পানিতে ২০০ কবুতরে
বিঃদ্রঃ টিকা দেয়ার পুর্বে অবশ্যই অভিজ্ঞ ভেটেরিনারিয়ানের পরামর্শ নিন |
RDV কি একবারই দিতে হবে? ২ মস বা তদূর্ধ্ব যে কোন adult কে প্রযোজ্য?
প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমাকে Rdv vaccine দিসে,,,
এটার বোস্টার ডোস কি দিতে হবে,এবং কখন দিতে হবে?
আর এই ভ্যাক্সিনটি কি বারবার রিপিট করতে হবে?
rdv দেওয়ার কয়দিন পর পিজিওন পক্স ভ্যাক্সিন দেওয়া যাবে?
২ মাস পরপর বুস্টার ডোজ দিতে হবে
Dim e ta dear somoy ki vaccine kora jabe?
এখানে যা এক থেকে সাত দিন এইটা মানে এর মাঝে যে কোন এক দিন দিলেই হবে নাকি প্রতিদিন দিতে হবে কোনটা
bcrdv vaccine কি বড় কবুতর,মুরগিকে দেওয়া যাবে? দেওয়া গেলে কি বুস্টার ডোজও দিতে হবে?