তিন বছরের মধ্যে দেশের পোল্ট্রি শিল্পে মাংস ও ডিমের উৎপাদন দ্বিগুণ করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে পোল্ট্রি ব্যবসায়ীদের সঙ্গে বাজেটপূর্ব এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। জবাবে ব্যবসায়ীরাও ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। পোল্ট্রি ফিডের কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড়ের দাবি জানিয়েছেন তারা।
সভায় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) পক্ষ থেকে মোট পাঁচটি দাবি তোলা হয়।
এগুলো হলো- পোল্ট্রি খাদ্যের উপকরণ আমদানিতে অগ্রিম আয়কর প্রত্যাহার, সয়াবিন মিল আমদানির উপর থেকে ১০ শতাংশ কাস্টমস শুল্ক মওকুফ, ভেজিটেবল প্রোটিন হিসেবে ব্যবহৃত ডিডিজিএস এসআরও তে অন্তর্ভুক্তিকরণ, আমদানিকৃত পণ্যের এইচএস কোডজনিত জটিলতা নিরসন এবং কাঁচামাল আমদানিকারক ও সরবরাহকারীদের ওপর থেকে সব ধরনের পরোক্ষ কর প্রত্যাহার এবং আয়কর কমানো।
বিস্তারিত: ৩ বছরে পোল্ট্রি দ্বিগুণ চান অর্থমন্ত্রী– bdnews24.com