world-rabies-day


লেখকঃ ডা. সাজেদা

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে ডিভিএম এবং প্যাথলজিতে এমএস ডিগ্রি অর্জন করেছেন। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার থেকে এভিয়ান ইনিফ্লুয়েঞ্জা প্রকল্পে গবেষণা সহযোগী হিসেবে ডিসেম্বর ২০০৭ থেকে অক্টোবর ২০০৮ পর্যন্ত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট-এ কাজ করেছেন। তাছাড়া তিনি নভেম্বর ২০০৮ থেকে মে ২০১৩ পর্যন্ত ভেটেরিনারি সার্জন (বি.সি.এস-পশুসম্পদ) হিসেবে প্রাণিসম্পদ অধিদপ্তর, খামার বাড়ি, ফার্মগেট-এ কাজ করেছেন। বর্তমানে তিনি শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব এ্যানিমেল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন-এর প্যাথলজি বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত।

এটাও দেখতে পারেন

What heat stress does in poultry

যে ৪ উপায়ে বিটেইন (Betain) হিট স্ট্রেস মোকাবিলায় কাজ করে

হিট স্ট্রেস (heat stress) গবাদিপশু ও পোল্ট্রি খামারের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা, যা ওজন কমায়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.