পটুয়াখালি বিঃ ও প্রঃ বিশ্বঃ এর বরিশাল ক্যাম্পাসে বিনা নোটিশে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করায় সাধারন ছাত্র-ছাত্রী দের তোপের মুখে পড়েন বরিশাল পল্লি বিদ্যুত সমিতি-২ এর কমকতা-কমচারি ।
বিশ্বস্ত সূত্রে জানা যায় বিকাল ৪।৩০ মিনিটে বরিশাল পল্লি বিদ্যুত সমিতি-২ এর কিছু কমকতা-কমচারি পবিপ্রবির বাবুগঞ্জ ক্যাম্পাসে যায়, এবং কাও কে না জানিয়ে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে দ্রুত চলে আসে। প্রথমে সবাই পুরো বিষয়টি সম্পকে অবগত ছিলো না। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন হতে বরিশাল পল্লি বিদ্যুত সমিতি-২ এর কমকতার সাথে যোগাযোগ করলে তারা জানায় বকেয়া বিলের কারনে সংযোগ বিছিন্ন করা হয়েছে ।তবে কেন আগাম নোটিশ দেয়া হলো না এ বিষয়ে কোন সদুত্তোর দিতে আপারগতা জানায় তারা। এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ সৈয়দ সাখাওয়াত হোসেন দুঃখ প্রকাশ করে বলেন এটা অনাকাক্ষিত ও অনভিপ্রেত । পরে রাত ১০ ঘটিকার সময় পুন সংযোগ দিতে আসলে সাধারন শিক্ষাথীরা বিদ্যুত বিভাগের গাড়ি সহ সকল কমকতা কে আটকে রাখে, পরে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগন আসলে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কমীদের উপস্থিতিতে , তারা এই অনভিপ্রেত কাজের জন্য ক্ষ্ মা চাইলে সাধারন শিক্ষাথীরা বিদ্যুত বিভাগের কমকতা-কমচারি দের ছেড়ে দেন ।এই ব্যাপারে অত্র ক্যাম্পাসের সহকারি প্রক্ট্রর বলেন , বিমানবন্দর থানায় এক টি সাধারন ডায়েরি করা হয়েছে।
Vetsbd Livestock related only Bangla blog