পোল্ট্রী শিল্প রক্ষার্থে মানব বন্ধন কর্মসূচী

তিল তিল করে গড়ে ওঠা পোল্ট্রী শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে বাংলাদেশ পোল্ট্রী শিল্প সমন্বয় কমিটির উদ্যোগে আগামী ২৩ এপ্রিল, সোমবার বেলা ১১:০০টা থেকে দুপুর  ১:০০টা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচীর ডাক দেয়া হয়েছে। জেলাগুলো হলো গাজীপুর, বগুড়া, খুলনা, চট্টগ্রাম, যশোর, বরিশাল, রংপুর, রাজশাহী, কৃমিল্লা, সিলেট, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর ও দিনাজপুর। এছাড়া জাতীয় পর্যায়ে আগামী ২৪ এপ্রিল, মঙ্গলবার বেলা ১১:০০টা থেকে দুপুর  ১:০০টা পর্যন্ত ঢাকাস্থ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচীর ডাক দেয়া হয়েছে।


বাংলাদেশ পোল্ট্রী শিল্প সমন্বয় কমিটির উদ্যোগে এ সেক্টরের অন্যান্য সকল এসোসিয়েশন ও সম্মানীত সদস্যদের সাথে নিয়ে এ সভায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সেসব কর্মসূচীর অংশ হিসেবে এই মানববন্ধন কর্মসূচী আহ্বান করা হয়েছে।

এ কর্মসূচী সফল করতে অন্যান্য সংগঠনের পাশাপাশি Animal Health Companies Association of Bangladesh (AHCAB) তাঁর অধিনস্ত সকল প্রতিষ্ঠানের মার্কেটিং অফিসার/ কেমিষ্ট, ডিলার, কর্মকর্তা-কর্মচারী এবং খামারিবৃন্দকে উক্ত মানববন্ধন কর্মসূচীতে সক্রীয়ভাবে অংশ নিয়ে কর্মসূচীকে সফল করার অনুরোধ জানান। আহকাবের প্রেসিডেণ্ট ও সেক্রেটারি জেনারেল কর্তৃক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ অনুরোধ জানানো হয়। চিঠিটি নিচে দেয়া হলো-

আহকাব-এর চিঠি

লেখকঃ ডাঃ মোহাম্মদ সরোয়ার জাহান

তিনি ডি.ভি.এম ও এম.এস. ইন মাইক্রোবায়োলজি ডিগ্রী অর্জন করেছেন বাকৃবি, ময়মনসিংহ থেকে। বর্তমানে টেকনিক্যাল ম্যানেজার হিসেবে ফিনিক্স হ্যাচারী লিমিটেড-এ কর্মরত। এছাড়াও তিনি বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি মাইক্রোবায়োলজি এণ্ড পাবলিক হেল্থ-এর আজীবন সদস্য। যোগাযোগঃ ০১৭১১৬১৮৫৯৩,০১৯১৬২০৩২৪৬, dr.sorwar@yahoo.com

এটাও দেখতে পারেন

প্রথমবারের মতো বাংলাদেশে অনলাইন গবাদি পশু শনাক্তকরণ এবং নিবন্ধন ব্যবস্থা চালুঃ জানা যাবে স্বাস্থ্য ও রোগের ইতিহাস

প্রাথমিকভাবে ৫০,০০০ পশু নিবন্ধিত হবে যা গ্রাহকদের পশুগুলোর স্বাস্থ্য ইতিহাস দেখার সুযোগ দিবে। প্রথমবারের মতো, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.