বিভিএ নির্বাচন ২০১৭-২০১৮’র ফলাফল

বিভিএ নির্বাচন ২০১৭-২০১৮ তে তারুন্যদীপ্ত প্যানেলেরই বিজয় হয়েছে। তরুনরা চাইলে যে যেকোন কিছুরই পরিবর্তন আনতে পারে সেটি আরো একবার প্রমাণিত হলো। ডাঃ নজরুল-ড. হাবিব মোল্লা প্যানেল নিরুঙ্কূষ বিজয় পেয়েছেন।


 

ছবিঃ বিজয়ের ক্ষণে (ফেইসবুক থেকে)

সভাপতি প্রার্থী হিসেবে ডাঃ নজরুল পেয়েছেন ৯৯২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দি ডাঃ ইমরান হোসেন খান পেয়েছেন  ৯১১ ভোট।

জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে ১০৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ডাঃ ফজলে রাবিব মন্ডল (আতা)।

সহ-সভাপতি হিসেবে ডা: মোঃ ফজলুল হক ও ডাঃ সৈয়দ আলী আহসান (মটু) বিজয়ী হয়েছেন। তাঁরা যথাক্রমে ১১৩০ এবং ১২৬১ ভোট পেয়েছেন।

মহাসচিব হিসেবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ড. হাবিব মোল্লা । ১৯২৬ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ১৩০৯ ভোট। তাঁর নিকটতমম প্রতিদ্বন্দি ডাঃ  আজিজ পেয়েছেন ৫৭৯ ভোট।

যুগ্ম মহাসচিব হিসেবে বিজয়ী হয়েছেন ডাঃ বিশ্বজিৎ রায় ও ডাঃ মুহাম্মদ মফিজুল ইসলাম কনক। তাঁরা যথাক্রমে পেয়েছেন ১১১২ এবং ১০৮৯ ভোট।

সাংগঠনিক সম্পাদক হিসেবে ১২০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ডাঃ বাহাদুর আলী।

কোষাধ্যক্ষ হিসেবে ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম পেয়েছেন ১২৯০ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে ডাঃ ইনাম আহমেদ পেয়েছেন ৯৩৫ ভোট।

আন্তর্জাতিক সম্পাদক হিসেবে ডাঃ বাহলুল পেয়েছেন ১২৫৮ ভোট।

দপ্তর সম্পাদক হিসেবে ডাঃ আবদুল্লাহ শুভ পেয়েছেন ১০৫৩ ভোট।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ডাঃ নন্দ  দুুলাল টীকাদার পেয়েছেন ১০৩৬  ভোট।

সদস্য হিসেবে-

১. ডাঃ সাজেদা সুলতানা -১৩৯৬ ভোট

২. ডাঃ মোহাম্মদ কামরুজ্জামান – ১২৪১

৩. ডাঃ আব্দুল্লাহ আল মতিন -১২২৯

৪. ডাঃ মুহাাম্মদ হাফিজুর রহমান – ১২২৬

৫. ডাঃ খলিলুর রহমান – ১০৯৯

৬. ডাঃ সাজেদা আক্তার (ডাঃ ইমরান প্যানেল) – ১০০৯

৭. ডাঃ এ এফ এম মনিরুজ্জামান – ৮৭১ ভোট

লেখকঃ ডাঃ তায়ফুর রহমান

ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি

এটাও দেখতে পারেন

টেলিভিশনে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সারাবাংলার ভেটেরিনারিয়ানদের নিন্দার ঝড়ঃ মহাসচিবের প্রত্যাখ্যান

প্রাণিসম্পদ অধিদপ্তরের ভবন ও জায়গা দখল করে বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন বাণিজ্য করছে, এমন শিরোনামে ইনডিপেন্ডেন্ট টেলিভিশনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.