নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ড. মুহাম্মাদ হাবিবুর রহমান মোল্লা তাঁর প্যানেলসহ গিয়েছিলেন বাকৃবির সবুজ চত্ত্বরে । সেখানে সুলতানা রাজিয়া হলে প্যানেল পরিচিতি সভায় উপস্থিত ছিলেন ওনার সহধর্মিণী প্রফেসর ড. জুয়েনা হাবিব। সভার এক পর্যায়ে তিনিও বক্তব্য রাখেন। বক্তৃতায় উঠে আসে কিভাবে তিনি তাঁর স্বামীর সমালোচনা করেন, কিভাবেই বা মানিয়ে নেন স্বামীর ব্যাস্ততাকে। কথা বলেন নির্বাচন আর প্যানেল নিয়েও । হাস্যরসপূর্ণ সাবলীল সে বক্তৃতা তুলে ধরলাম পাঠকদের উদ্দেশ্যে –
বিষয়বস্তুবিভিএ নির্বাচন ২০১৭
এটাও দেখতে পারেন
টেলিভিশনে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সারাবাংলার ভেটেরিনারিয়ানদের নিন্দার ঝড়ঃ মহাসচিবের প্রত্যাখ্যান
প্রাণিসম্পদ অধিদপ্তরের ভবন ও জায়গা দখল করে বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন বাণিজ্য করছে, এমন শিরোনামে ইনডিপেন্ডেন্ট টেলিভিশনে …