পবিপ্রবি লাইভ: দেশের তৃতীয় ভ্রাম্যমান প্রাণী স্বাস্থ্য সেবা ক্লিনিক হিসেবে যাত্রা শুরু করলো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিচিং ভেটেরিনারি ক্লিনিক। রবিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই ক্লিনিক উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের টিচিং ভেটেরিনারি ক্লিনিকে ভ্রাম্যমান প্রাণী স্বাস্থ্য সেবা ক্লিনিক-এর শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মো. আখতার হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ও এই প্রকল্পের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মো. শামসুদ্দীন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. হারুনর রশীদ, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সুলতান মাহমুদ, উপ-প্রকল্প পরিচালক ড. মো. লালমদ্দিন মোল্লা প্রমুখ।
সংশ্লিষ্টরা মনে করছেন, এর ফলে প্রাণী স্বাস্থ্য সেবা নিয়ে আরো একধাপ এগিয়ে গেল এনিমেল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদ তথা বাবুগঞ্জ বাসী।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. আখতার হোসেন বলেন,শিক্ষা ও জ্ঞান এক অপরের পরিপূরক। হাতে-কলমে শিক্ষাই প্রকৃত জ্ঞান। আর এরই ধারাবাহিকতায় অত্র ক্যাম্পাসের ছাত্র-ছাত্রীরা তাদের জ্ঞানকে আরো একধাপ এগিয়ে নেয়ার সুযোগ পেল।
ভিসি প্রফেসর ড. মো. শামসুদ্দীন বলেন,ক্রমবর্ধমান প্রোটিনের চাহিদা মেটাতে প্রাণীজ আমিষের কোন বিকল্প নেই এবং অতিরিক্ত সুস্থ-সবল প্রাণীজ আমিষ তৈরীতে ভেটেরিনারিয়াদের ভূমিকা অগ্রগণ্য। হেকেপ উপ-প্রকল্পের মাধ্যমে অত্র অনুষদের ছাত্র-ছাত্রীরা যেমন উপকৃত হবে তেমনি অত্র এলাকার প্রান্তিক কৃষকও লাভবান হবে।
Source: পবিপ্রবিতে ভ্রাম্যমান প্রাণী স্বাস্থ্য সেবা ক্লিনিক »