নতুন দুই জাতের মুরগি উদ্ভাবন

Shared from: www.samakal.net


দীর্ঘ গবেষণা শেষে নতুন দুই জাতের উদ্ভাবিত মুরগি দেওয়া হয় ১৯ খামারিকে। প্রাথমিকভাবে বাণিজ্যিক উৎপাদনের জন্য তাদের মধ্যে বিতরণ করা হয় ৮৯ হাজার ২০০টি বাচ্চা। গড়ে ৪০ থেকে ৪২ দিন লালন-পালনের পর এগুলো থেকে ওই খামারিদের মোট আয়ের পরিমাণ প্রায় ৪৮ লাখ টাকা। আর জাত দুটির মৃত্যুহার গড়ে মাত্র এক থেকে দেড় শতাংশ।

Source: নতুন দুই জাতের মুরগি উদ্ভাবন | | Samakal Online Version

লেখকঃ ডাঃ তায়ফুর রহমান

ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি

এটাও দেখতে পারেন

Veelgemaakte Fouten bij het Gebruik van Supplementen

Een van de veelgemaakte fouten bij het gebruik van supplementen is het niet volgen van …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.