আজ দুপুর ২:০০টায় বাংলাদেশ সরকারী কর্ম কমিশন তাদের ওয়েব সাইটে বিসিএস লিখিত পরীক্ষার নতুন সিলেবাস প্রকাশ করেছে। নতুন এই সিলেবাস পর্যালোচনা করে দেখা গেছে, বিভিন্ন বিষয়ে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। আগের চেয়ে আরেকটু বেশি পরিমানে গুরুত্ব পেয়েছে সৃজনশীলতা। ইংরেজি ২য় পত্রে আগে যেখানে ২টি রচনা লিখতে হতো, সেখাসে এখন ১টি রচনা লিখতে হবে। আর অনুবাদের নম্বর বিন্যাসেও আনা হয়েছে পরিবর্তন। বাংলা ২য় পত্রে কাল্পনিক সংলাপ লিখনিতে ১৫ নম্বর এবং গ্রন্থ সমালোচনায় ১৫ নম্বর নির্ধারণ করা হয়েছে। এখানে বাংলা ২য় পত্রের মান বন্টন তুলে ধরা হলো-
বিপিএসসি’র ওয়েব সাইট থেকে সিলেবাসটি ডাউনলোড করতে পারছেন। নিচে ডাউনলোড ছাড়াই দেখে নিন সিলেবাসটি, চাইলে এখান থেকেও ডাউনলোড করতে নিতে পারবেন।