সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে রাজশাহীর পরিবেশবাদী সংগঠনসহ বিভিন্ন সমমনা সংগঠন ।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ জীববৈচিত্র্য ফেডারেশন, বাংলাদেশ লাইভস্টক সোসাইটি, সুশাসনের জন্য নাগরিক সুজন রাজশাহী জেলা মহানগর কমিটি, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ রাজশাহী অঞ্চল, ইয়ূথ এন্ডিং হাঙ্গার, বিট্রিশ কাউন্সিলের এ্যাকটিভ সিটিজেন কর্মসূচী, উত্তরন সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লি. শাহ্ধসঢ়; কৃষি তথ্য পাঠাগার, রাজশাহী পোলট্রি এসোসিয়েশন, দিশারী রাজশাহী, নিশান ও প্রজন্ম-প্রকৃতির জন্য মমতা রাজশাহীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও অংশ নেন। মানববন্ধনে সুশাসনের জন্য নাগরিক রাজশাহী জেলা ও বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সভাপতি প্রফেসর ড.মোঃ জালাল উদ্দিন সরদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক রাজশাহী জেলা সম্পাদক মোঃ মাহমুদুল আলম মাসুদ, সুজনের মহানগর সম্পাদক ডাঃ মোঃ হেমায়েত উল ইসলাম আরিফ, উত্তরন সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লি এর সভাপতি ও বাংলাদেশ জীব বৈচিত্র্য ফেডারেশন এর রাজশাহী জেলা প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, সুজন রাজশাহী জেলা সহসভাপতি সাঈদুজ্জামান শিপন, প্রজন্ম সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, দি হাঙ্গার প্রজেক্ট এর রাজশাহী এরিয়া কোঅর্ডিনেটর সুব্রত কুমার পাল, শাহ্ধসঢ়; কৃষি তথ্য পাঠাগার এর প্রতিষ্ঠাতা শাহ্ মোঃ জিয়া, দিশারী রাজশাহীর আলী আকবর রুবেল, বিট্রিশ কাউন্সিলের এ্যাকটিভ সিটিজেন আমার পরিবেশ কর্মসূচীর mgš^qK রাতুল, নিশানের পরিচালক মোঃ মহিদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক ড.এ এফ এম আলী হাইদার,ড. নেয়ামত আলী, মনিরুজ্জামান উজ্জল, উত্তরনের সম্পাদক মোঃ এনামুল হক প্রমুখ। মানববন্ধন অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজশহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আলমগীর এইচ সরকার।

মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবনের নদী-খালে তেল ছড়িয়ে পড়ে পরিবেশের ভয়াবহ ক্ষতি হয়েছে। বন ও জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। এছাড়া সুন্দরবনে কোনো স্থাপনাও নির্মাণ করা যাবে না। সুন্দরবনকে রক্ষা করতে এতে ছড়িয়ে পড়া তেল দ্রুত অপসারণ করার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।
মানববন্ধনে অংশ নেয়া বক্তারা আরো বলেন, সুন্দরবনের নদীখালে তেল ছড়িয়ে পড়ে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়েছে। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সুন্দরবনকে রক্ষা করতে ছড়িয়ে পড়া তেল দ্রুত অপসারণ করাসহ বনের ভেতর দিয়ে সকল প্রকার নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানান বক্তারা।
Vetsbd Livestock related only Bangla blog