পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মেডিসিন এন্ড সার্জারি বিভাগ ও ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন ( ভি এস এ) এর যৌথ উদ্যোগে আজ বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬ নং মাধবপাশা ইউনিয়ন পরিষদের সামনে দিনব্যাপী গবাদি প্রানীর ফ্রি চিকিৎসা ,ঔষধ প্রদান ও ভ্যাক্সিনেশন প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের মেডিসিন এন্ড সার্জারি বিভাগের চেয়ারম্যান এসিস্টান্ট প্রফেসর ড মোঃ লালমদ্দিন মোল্লা ,এসিস্টান্ট প্রফেসর ড দিব্যেন্দু বিশ্বাস , এসিস্টান্ট প্রফেসর ডা মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে ভেটেরিনারি ডিগ্রির ৮ম সেমিস্টারের ছাত্র-ছাত্রীদের নিয়ে এক মেডিকেল টিম দিনব্যাপী এ কর্মসূচিতে অংশগ্রহন করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন ( ভি এস এ)এর সহ সভাপতি (ভিপি) মোঃ রিয়াজ আল মাহমুদ , সাধারন সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান , যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মহসিন শিকদার , সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন , আলিফ উজ জামান সেতু সহ প্রমুখ।
এ বিষয়ে মেডিসিন এন্ড সার্জারি বিভাগের চেয়ারম্যান এসিস্টান্ট প্রফেসর ড মোঃ লালমদ্দিন মোল্লা বলেন , “ আজ আমরা বিভিন্ন রোগের চিকিৎসা করেছি এবং সাথে সাথে ঔষধ সরবরাহ করেছি”
ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন ( ভি এস এ)এর সহ সভাপতি (ভিপি) মোঃ রিয়াজ আল মাহমুদ বলেন, “ আমরা আজ অত্র এলাকার গবাদি প্রানীর ক্ষুরা রোগ ও পিপি আর রোগের ভ্যাক্সিন দিয়েছি সম্পূর্ণ বিনামুল্যে ,এবং এই কার্যক্রম ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে”
উল্লেখ্য সকাল থেকে অত্র এলাকার দরিদ্র মানুষের প্রায় শতাধিক গবাদি প্রানীর ফ্রি চিকিৎসা ,ঔষধ প্রদান ও ভ্যাক্সিনেশন প্রদান করা হয়।