প্রচণ্ড গ্ররমে লেয়ার ও ব্রয়লার এর শরীরে রক্ত চলাচল বেডে যাওয়ার কারনে হৃদস্পন্দন বেড়ে যায় এবং এই বেড়ে যাওয়াতে অনেক সময় রক্ত জমাট বাঁধে এবং এই জমাট বাঁধা রক্তের কারনে স্ট্রোক করে মুরগী মারা যায়। লেয়ারের তুলনায় ব্রয়লারে এর প্রকোপ বেশী।
কারণ
উষ্ম আদ্রতাপূর্ণ আবহাওয়া, বায়ু চলাচলের অপর্যাপ্ততা।
লক্ষণ
আক্রান্ত মুরগীকে অস্তির দেখায়, মুখ হা করে দ্রুত শ্বাস প্রশ্বাস চালাতে থাকে। শ্রীঘই মুরগী মাটিতে পড়ে যেতে পারে এবং খিঁচুনি দেখা যায়।
পোষ্ট মটেম লক্ষণ
প্রোভেন্ট্রিকুলাস এর মিউকাস পর্দায় রক্তক্ষরণ দেখা যায়।
প্রতিরোধ
শেডে ফ্যান দিতে হবে। শেডের টিনের উপর বস্তা/চট/নারিকেল গাছের পাতা দিয়ে ঢেকে দিতে হবে এবং প্রতি ১ ঘণ্টা পরপর প্যান্ট দিয়ে ভিজিয়ে দিতে হবে দিনের উত্তপ্ত সময়ে। পানির সাথে ভিতামিন সি ও ইলেকট্রলাইট পাউডার প্রতিদিন সকাল ১০ টা হতে বিকাল ৪ টার পানিতে ব্যবহার করতে হবে।
Vetsbd Livestock related only Bangla blog