পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “বিশ্ব ভেটেরিনারি দিবস ২০১৩” যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আগামী ২৭ এপ্রিল রোজ শনিবার দিনব্যাপি নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
“বিশ্ব ভেটেরিনারি দিবস ২০১৩” সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে ৮ম সেমিস্টারের ছাত্র দেবাশিষ চন্দ্র দাস কে “বিশ্ব ভেটেরিনারি দিবস ২০১৩” উদযাপন কমিটির আহ্বায়ক এবং ৭ম সেমিস্টারের ছাত্র মোঃ ইউসুফ আলী কে সদস্য সচিব করে একটি ১৭ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে।
এছাড়া দিবস টির গুরুত্ব বিবেচনা করে আরো কিছু উপ কমিটি করা হয়েছে, এগুলো হল , র্যালী উপ কমিটি , আপ্যায়ন উপ কমিটি , অর্থ উপ কমিটি , সাংস্কৃতিক উপ কমিটি ,ইত্যাদি । এই উপ কমিটি গুলোর তত্বাবধানে নির্দিষ্ট শিক্ষক মহদয় রয়েছেন । ক্যাম্পাসে এখন এক আনন্দময় অবস্থা বিরাজ করছে, প্রতিটি কমিটির সদস্য রা দিন রাত পরিশ্রম করে উক্ত দিবস টিকে সাফল্য মন্ডিত করার কাজে নিয়োজিত রয়েছেন। “বিশ্ব ভেটেরিনারি দিবস ২০১৩” উদযাপন কমিটির আহ্বায়ক দেবাশিষ চন্দ্র দাস বলেন ,উক্ত দিন সকালের কর্মসূচিতে সকাল ৯ টায় এক আনন্দ র্যালী থাকবে , এরপর বিনামূল্যে জনসাধারনের বিভিন্ন পশু- পাখির চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরন করা হবে , সকাল ১০টা ৩০ মিনিটে অনুষদীয় অডিটরিয়ামে “vaccination:to prevent and protect lives “ শিরোনামে এক সেমিনার অনুষ্ঠিত হবে যেখানে ঢাকা হতে আগত অতিথিরা বক্তব্য প্রদান করবেন।
উক্ত দিবসের কর্মসূচি শেষ হবে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ।উল্লেখ্য উক্ত কর্মসুচিতে বিশেষ সহযোগিতায় থাকবে
স্কয়ার ফার্মাসিউটিক্যালস,টেকনো ড্রাগস লি,এ সিআই এনিম্যাল হেলথ, একমি ল্যাবরেট্রিজ, কোয়ালিটি ফিডস লি,
Vetsbd Livestock related only Bangla blog

“বিশ্ব ভেটেরিনারি দিবস ২০১৩” উদযাপন কমিটির জন্য অনেক অনেক শুভ কামনা রইলো। সকল অনুষ্ঠানের সফলতা কামনা করছি। দিবসটি উদযাপনে সহায়তা করার জন্য স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিঃ, টেকনো ড্রাগস লিঃ, এ সিআই এনিম্যাল হেলথ, একমি ল্যাবরেট্রিজ ও কোয়ালিটি ফিডস লিঃ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।