এখন ভেটসবিডিতে .pdf ফাইল অথবা Power Point Presentation প্রকাশ করুন খুব সহজে

এই টিউটোরিয়ালে আমরা ভেটসবিডিতে একটি পিডিএফ ফাইল বা Power Point Presentation কিভাবে ডাউনলোড ছাড়াই সরাসরি দেখানো যায়, [ঠিক এই রকমভাবে] তাই দেখবো।

চলুন শুরু করা যাক-

রেজিষ্টার্ড সদস্যরা লগইন করে “নতুন আর্টিকেল লিখুন” -এ ক্লিক করুন। যথারিতি একটা শিরোনাম দিন। মূল প্রবন্ধ লেখার ঘরে কমপক্ষে ৪০ শব্দে একটা ভূমিকা লিখে ফেলুন।

এবার আমরা মূল কাজে প্রবেশ করবো। অর্থাৎ পিডিএফ বা Power Point Presentation ফাইলটি আপলোড করবো। এজন্য আপনার কম্পিউটারে থাকা ফাইলটি আপলোড করার জন্য প্রথমে শিরোনাম লেখার ঘরের নিচে থাকা Upload/Insert-এ ক্লিক করুন। নিচের মতো একটি বক্স আসবে। Select Files লেখা বাটনটিতে ক্লিক করুন।

চিত্রে দেখানো বাটনে ক্লি করে আপনার ফাইলটি দেখিয়ে দিন

যে ফাইলটি আপলোড করতে চান, তা আপলোড করে নিন, তবে অবশ্যই খেয়াল রাখবেন, ফাইলের সাইজ যেন কোনভাবেই 3 MB এর বেশি না হয়।

ফাইলের সাইজ অনুযায়ী আপলোড হতে কিছুটা সময় লাগবে। আপলোড হয়ে গেলে স্ক্রল করে নিচে নামুন। এবার নিচে দেখানো ছবিতে নির্দেশিত স্থান থেকে লিংকটি কপি করে বক্সটি কেটে দিন।

তীর চিহ্ন দ্বারা নির্দেশিত স্থানে যে লিংকটি আসবে তা সিলেক্ট করে কপি করে নিন

 

এবার নিচের ছবিতে তীর চিহ্ন দ্বারা নির্দেশিত বাটনটিতে ক্লিক করুন।

যে বক্সটি আসবে তাতে File URL লেখা ঘরে কপি করা লিংকটি পেস্ট করুন। আর আপনি যদি পাঠকদের ফাইলটি ডাউনলোড করার সুযোগ দিতে চান তবে Yes আর না চাইলে No -তে ক্লিক করুন এবং Insert বাটনে ক্লিক করুন।

 

এবার যথারীতি একটা বিভাগ সিলেক্ট করুন এবং তার নিচে আর্টিকেলটির বিষয় হিসেবে ৩টি বিষয় উল্লেখ করুন। এবার Publish করে দিন।

আপনার জন্য কোন কিছুই কঠিন নয়, অন্যরা পারলে আপনিও পারবেন। চেষ্টা করেই দেখুন না।

লেখকঃ ডাঃ তায়ফুর রহমান

ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি

এটাও দেখতে পারেন

ভেটসবিডি’র পাঠক সংখ্যা এখন ৫,০০০ পেরিয়ে… !!

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গত ৫ মার্চ ভেটসবিডি’র পাঠক সংখ্যা ৫,০০০ পেরিয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.