আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গত ৫ মার্চ ভেটসবিডি’র পাঠক সংখ্যা ৫,০০০ পেরিয়ে গেল। ভেটসবিডি প্রতিষ্ঠার পর থেকে আমাদের প্রথম মাইলস্টোন ছিল ৫,০০০ পাঠক সংখ্যা অর্জন করা। ভেটসবিডি কোন বিনোদন মূলক সাইট নয়। কেবল মাত্র নির্দিষ্ট ঘরানার কিছু পাঠকের জন্য আমাদের এই সাইট। সাইটটির প্রসারের জন্য আমরা কোন বিজ্ঞাপন দেইনি বা অন্য কোন প্রচারের মাধ্যমও ব্যবহার করিনি। তাই আমাদের জন্য এটা একটা বড় ধরনের লক্ষ্যমাত্রা ছিল। সেই লক্ষ্যমাত্রা পূরনে ভেটসবিডি’র সাথে জড়িত সকল পাঠক, লেখক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপন দাতা সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন।
গত ৭ মার্চ, ২০১৩ পর্যন্ত ভেটসবিডি’র- পাঠক সংখ্যা 5,061;
মোট 13,521 বার ভিজিট করা হয়েছে;
মোট 47,055 টি পেইজ দেখা হয়েছে।
Alexa Traffic Rank (Alexa হলো বিভিন্ন ওয়েব সাইটের তথ্য নিয়ে গবেষণাকারী একটি ওয়েব সাইট) আমরা অনেকটা এগিয়েছি। এর আগে একবার আপনাদেরকে এ সম্পর্কে একটা পরিসংখ্যান দেখিয়েছিলাম। আজ একটা আপডেট তুলে ধরলামঃ
Date World Traffic Rank Traffic Rank in BD
19/01/13 65,11,307
02/02/13 43,11,884
12/02/13 24,41,540 10,213
19/02/13 15,74,410 4,578
07/03/13 9,30,736 1,943
একটি অনুরোধ, আগেও অনুরোধটি একবার করেছি, আজ আবারও করছি-
আমরা প্রায় সবাই ফেসবুক ব্যবহার করি। সারা পৃথিবীর মানুষের কাছে আমাদের এই ভেটসবিডিকে পৌছে দিতে ফেসবুকের সহযোগিতা নিতে পারি। ফেসবুকে ভেটসবিডি’র ফ্যান পেইজ আছে। লাইক দিয়ে আপনার সকল ফ্রেন্ডদের ইনভাইট করে দিন। তাহলে ভেটসবিডি’র জনপ্রিয়তা আরো অনেক বৃদ্ধি পাবে। এছাড়া আপনার ব্রাউজারের জন্য ভেটসবিডি টুলবারটি ইনস্টল করে নিতে পারেন। কোন একটি আর্টিকেল আপনার ভালো লেগে থাকলে তা ফেইসবুকে share করুন।
শুধু নিজে নয়, আপনার বন্ধু-বান্ধব, পরিজন সবাইকে নিয়ে আসুন এই বলয়ে, আর
- ভেটসবিডি’র জন্য Alexa-তে একটা review দিন, মানে সাইটটা কেমন লাগে তা জানিয়ে দিন। Alexa-তে review দিতে ক্লিক করুন এখানে
- ভেটসবিডি Facebook Fan Page-এ Like দিতে ক্লিক করুন এখানে
- ভেটসবিডি টুলবার ডাউনলোড করুন এখান থেকে
- ভেটসবিডিতে বিনামূল্যে চাকরির বিজ্ঞাপন দিন এখানে ক্লিক করে।
- নিয়মিত অংশ নিন ভেটসবিডি জরিপে আর পুরোনো ফলাফলগুলোও দেখুন।
- ভেটসবিডিতে বিজ্ঞাপন দিতে ক্লিক করুন এখানে।
ভেটসবিডি সম্পর্কে সচরাচর জিজ্ঞাস্য প্রশ্নগুলোর উত্তর জানতে এখানে ক্লিক করুন।
নতুন আর্টিকেল লেখার নিয়ম-কানুনগুলো জানতে এখানে ক্লিক করুন।
ভেটসবিডি সম্পর্কে যেকোন বিষয়ে সাহায্য প্রয়োজন হলে দেখুন ভেটসবিডি হেল্পলাইন।
ভেটসবিডি সংক্রান্ত যেকোন বিষয়ে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ জানাতে আমাদেরকে লিখুন।
চালিয়ে যান