আগামীকাল থেকে শুরু হচ্ছে ৮ম আন্তর্জাতিক পোল্ট্রি প্রদর্শনী ও সেমিনার,২০১৩

ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন  এর বাংলাদেশ শাখা (WPSA-BB) ৮ম বারের মতো আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক পোল্ট্রি প্রদর্শনী ও সেমিনার,২০১৩। আগামী ২৮ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ২ মার্চ পর্যন্ত। স্থানঃ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা। আগামীকাল ২৮ ফেব্রুয়ারি সকাল ৯:০০টায় সম্মেলন কেন্দ্রের Hall of Fame এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী উক্ত প্রদর্শনী ও সেমিনারের উদ্বোধন ঘোষনা করবেন।


জানা যায়, এবারের প্রদর্শনীতে বিশ্বের ৩৩টি দেশের প্রতিনিধিদের প্রায় ২৮৫টি স্টল অংশ নেবে। গত ১৯ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান WPSA-BB এর সেক্রেটারি রফিকুল হক। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বর্তমানে যেখানে প্রায় ১৫ হাজার কোটিরও বেশি মূলধন ও প্রায় ৪০ লাখেরও বেশি মানুষের কর্মসংস্থান রয়েছে পোলট্রি শিল্পে। ক্রমবর্ধমান এই খাত বাংলাদেশকে জাতিসংঘের ১০ বাৎসরিক উন্নয়ন লক্ষ্যমাত্রার কাছাকাছি নিয়ে যাওয়ার পাশাপাশি দেশের দারিদ্র্য দূরীকরণ এবং পুষ্টি চাহিদা মেটাতে সাহায্য করবে। আর দেশীয়ভাবে এ শিল্পের উন্নয়ন করে এ ব্যবসাকে আন্তর্জাতিকভাবে লাভবান করতেই এ ধরনের প্রদশনীর আয়োজন করা হচ্ছে। এর আগে যতবার এ ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ততবারই সেখান থেকে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। এবারও তারা যথেষ্ট সফলতা পাবেন বলে আশা করেন।

নিচে উদ্বোধনী অনুষ্ঠানের অনুষ্ঠানসূচী দেয়া হলোঃ

উদ্বোধনী অনুষ্ঠান-এর সময়সূচী
সমাপনী অনুষ্ঠান-সূচী

আমি আসছি এই প্রদর্শনী ও সেমিনারে অংশ নিতে, আপনি আসছেন তো?

লেখকঃ ডাঃ তায়ফুর রহমান

ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি

এটাও দেখতে পারেন

প্রথমবারের মতো বাংলাদেশে অনলাইন গবাদি পশু শনাক্তকরণ এবং নিবন্ধন ব্যবস্থা চালুঃ জানা যাবে স্বাস্থ্য ও রোগের ইতিহাস

প্রাথমিকভাবে ৫০,০০০ পশু নিবন্ধিত হবে যা গ্রাহকদের পশুগুলোর স্বাস্থ্য ইতিহাস দেখার সুযোগ দিবে। প্রথমবারের মতো, …

একটি মন্তব্য

  1. আপনার সাথে দেখা করার ইচ্ছে আমার বহু দিনের। এই প্রদর্শনী ও সেমিনারে অংশ নিতে আপনি আসবেন তাই অন্তত পক্ষে আপনার সাথে দেখা করার জন্য আমি এই প্রদর্শনী ও সেমিনারে আসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.