পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে ভেটেরিনারি স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন (ভি এস এ)২০১২-১৩ শিক্ষাবষের নবীন ছাত্র-ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করল ।
উক্ত নবীন বরনে নবীন দের অভিনন্দন পত্র পাঠ করেন ভেটেরিনারি স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন এর যুগ্ম সাধারন সম্পাদক মোছাঃ সালমা আক্তার , এর পর বক্তব্য দেন এসিস্টেন্ট ভিপি মাসুদ রানা রিয়াজ , রিয়াজ আল মাহমুদ, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মহসিন শিকদার ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেমিস্ট ল্যাবরেট্রিজ এর ফিল্ড ম্যানেজার মোঃ আব্দুল মজিদ , ,বিশেষ অতিথি হিসেবে মুল বক্তব্য রাখেন ভেটেরিনারি স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন (ভি এস এ) এর জি এস মোঃ মুস্তাফিজুর রহমান পাপ্পু , প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ , পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসের সংগ্রামী সভাপতি মোঃ মেহেদি হাসান , উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন (ভি এস এ)এর ভিপি মোঃ খলিলুর রহমান , অনুষ্ঠান পরিচালনা করেন ভেটেরিনারি স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন (ভি এস এ)এর এসিস্টেন্ট ভিপি মোঃ রকিবুল ইসলাম রুবেল।
