পোল্ট্রি তথ্যকোষ-পর্ব-১

১। বাংলাদেশে প্র্রথম ব্রিডার ফার্ম-Eggs and Hens।


২। Eggs and Hens-গাজীপুরে ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।

৩।বাংলাদেশে প্র্রথম আন্তর্জাতিক ব্রিডার কোম্পানী-C P Bangladesh (Co.) Limited

৪।কাজী ফার্মস গ্রুপ ব্রিডার ফার্ম শুরু করে ১৯৯৬ সালে।

৫।বাংলাদেশে প্র্রথম ব্যানিজ্যিক ফিড উৎপাদনকারী কোম্পানী-Quality Feeds Limited

৬।এক দিনের বাচ্চা উৎপাদনের সাথে জরিত কোম্পানী-Kazi Farms Group,Aftab Bohomukha Farms,Naurish, CP Bangladesh Co,Paragon Poultry,BRACK,M M AGA Limited,Rafid Poultry Limited,Aqua Breeders Limited,Renata ,Provita and many more.

৭।Aftab Bohumokhi Farm ব্রয়লার উৎপাদন শুরু করে ঢাকায় ১৯৮০ সালে ।

৮।বাংলাদেশে ১০০ এর চেয়ে বেশি কোম্পানীর ব্রিডার ফার্ম আছে।

৯।বাংলাদেশে ৪০ এর চেয়ে বেশি কোম্পানী বানিজ্যিক ভাবে পোল্ট্রি ফিড উৎপাদন করে।

১০।সবচেয়ে বেশি এক দিনের বাচ্চা উৎপাদন করে- Kazi Farms Group।

লেখকঃ ডা.মু. সাইদুজ্জামান(পলাশ)

Regional Sales Manager,Century Agro Ltd;Ex-Area Executive,ACI Godrej,Ex-Farm Executive,Kazi Farms Group;Ex-Manager(Technical);Prime Care&Krishi Pannya Feed;Ex-Livestock Officer,RDRS Bangladesh(CLP),Ex-Trainer,UDDIPON;DVM from BAU , Present address:Santinagar,Joypurhat. Permanent address: Islambag (chini masjid); saidpur; nilphamari, E-mail: tasaidvm81@gmail.com, Cell phone-01755635268&01190909775

এটাও দেখতে পারেন

What heat stress does in poultry

যে ৪ উপায়ে বিটেইন (Betain) হিট স্ট্রেস মোকাবিলায় কাজ করে

হিট স্ট্রেস (heat stress) গবাদিপশু ও পোল্ট্রি খামারের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা, যা ওজন কমায়, …

৩ মন্তব্য

  1. আমার এক দিন বয়সের ২৫০ পিছ লেয়ার মুরগীর বাচ্চা লাগবে। কি ভাবে তা আপনাদের কাছ থেকে পেতে পারি । মোবাইল০১৭৯৮৭৪৯৬৫৯

  2. আসসালামুয়ালাইকুম। আমি মোঃ ইসমাইল জমাদার, আমি একজন ফার্মার। আমি গত এক মাস হলো আপনাদের কাজী গ্রুপের বাচ্চা ও ফিড ব্যবহার করে আসছি। আমার লোকেশন বরিশাল বিভাগ এর মেহেন্দিগঞ্জ উপজেলা পৌরসভা এরিয়া। আমি বলতে চাচ্ছি নিয়মিত ভাবে বাচ্চা ও ফিডের দরদাম গুলো জানালে উপকৃত হবো। কারন আমি যাহার থেকে বাচ্চা ও ফিড নেই বাজার মূল্য থেকে ও সে প্রতি বাচ্চায় আমাদের থেকে ৩ টাকা বেশি নেয়। আমি আশাবাদী আপনারা সাহায্য করবেন

  3. আপনাদের কাছে ৫-৬ মাসের ডিমের মুরগী পাওয়া যাবে কি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.