গাজীপুরের কাপাসিয়ায় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস শনাক্ত হওয়ায় একটি পোল্ট্রি খামারের তিন হাজার ৯৭৭ টি মুরিগ নিধন ও ৯৮০টি ডিম ধংস করা হেয়েছ। খবরঃ দৈনিক যুগান্তর ও মানবকণ্ঠ।
গত মঙ্গলবার রােত উপজলার পাবুর এলাকায় ব্রাদার্স পোল্ট্রি ফার্মের মুরিগ ও ডিম ধংস করা হয়।
গাজীপুর সদর উপেজলার ভেটেরিনারি সার্জন ড. লুৎফর রহমান গণমাধ্যমকে জানান, কয়েক দিন আগে কাপাসিয়া উপেজলার পাবুর গ্রামের আলী আকবরের মালিকানাধীন ওই ফার্মের কিছু মুরিগ অসুস্থ হয়। এর পর থেক প্রতিদিনই কিছু কিছু মুরিগ নিয়মিতভাবে মারা যাচ্ছিল। ওই খামারের মালিক আলী আকবর জানান, তার খামারের বেশ কয়েকটি মুরগি এর আগে মারা যায়। কিট পরীক্ষা করে বার্ড-ফ্লুর অস্তিত্ত্ব পাওয়া যায়নি। পরে আবারো মুরগি মারা যাওয়া শুরু করলে গত মঙ্গলবার সকালে ৬টি মুরিগ নমুনা হিসেসে ঢাকার কেন্দ্রীয় পশুরোগ অনুসন্ধান গবেষণা কেন্দ্রে পাঠানো হয়। সেখানে মুরগিতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার অস্তিত্ত্ব পাওয়ায় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউিদ্দন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হাবিবুল হকসহ প্রশাসনের কর্মকর্তাদের উপিস্থিতিতে আক্রান্ত মুরিগ ও ডিম নিধন কার্যক্রম শুরু করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন কাপাসিয়া উপেজলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: অখিল চন্দ্র, গাজীপুর সদর উপেজলার ভেটেরিনারি সার্জন ড. লুৎফর রহমান প্রমুখ ।
এদিকে গতকাল বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রাণীসম্পদ বিভাগের পরিচালক ডা. মোসাদ্দেক হোসেন, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রিপেয়ার্ডনেস এণ্ড রেসপন্স প্রজেক্ট এর প্রকল্প পরিচালক একএম আতাউর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। তারা ক্ষতিগ্রস্ত খামার মালিকের সাথে কথা বলেন এবং ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দেন।এছাড়া তারা পার্শ্ববর্তী কয়েকটি খামার ঘুরে দেখেন এবং খামারিদের বার্ডফ্লু প্রতিরোধের বিভিন্ন উপায় ও কৌশল বর্ণনা করেন।