পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিভিএম ডিগ্রিতে আসন সংখ্যা ৫০ হতে ১০০ তে উন্নীত করনের দাবিতে আজ বরিশাল ক্যাম্পাসে অবস্থান ধমঘট পালন করেছে সাধারন শিক্ষাথীরা , ফলে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস ।
আজ দুপুর ১২০০ টায় এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের একাডেমিক ভবনের সামনে অবস্থান ধমঘট পালন করে । এ সময় শিক্ষাথীরা বলেন , ১০ বছরের পুরাতন এই ডিগ্রি, কিন্তু আসন সংখ্যা এখনো বাড়ানো হয় নাই । তারা আরো বলেন , আমরা শান্তিপুণ ভাবে আমাদের যৌক্তিক দাবী জানাবো , কিন্তু প্রয়োজন হলে কঠোর কমসুচি গ্রহন করব। অত্র অনুষদের সদ্য পাশকৃত ৩য় ব্যাচের ছাত্র ও বাংলাদেশ ভেটেরিনারী স্টুডেন্ট ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ডাঃ মশিউর রহমান বলেন , “এটা শিক্ষাথীদের অত্যন্ত যৌক্তিক দাবী , এ বিষয়ে ফেডারেশন হতে সকল ধরনের সহযোগিতা করা হবে ”
এ সময় উপস্থিত ছিলেন মাসুদ রানা রিয়াজ , রিয়াজ আল মাহমুদ, মোঃ মুস্তাফিজুর রহমান , মোঃ শহিদুল ইসলাম , আরাফাতুল ইসলাম , মহসিন শিকদার, রকিবুল ইসলাম, সাব্বির আহমেদ, ইউসুফ আলি , তানিম ফয়সাল ,বিলাশ চন্দ্র , শরিফুল ইসলাম , আল ইমরান খান , তানভির আহমেদ সহ প্রমুখ । ক্যাম্পাসে এখন উত্তেজনা বিরাজ করছে।
