
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারী মেডিসিন অনুষদের DVM এর বিভিন্ন সেমিস্টারের ছাত্রদের এক সেমিস্টারের সমুদয় টাকা অত্র ক্যাম্পাসের সদ্য পাশকৃ্ত মেধাবী ছাত্র ডাঃ মোঃ আবুল হাসানের চিকিৎসার জন্য প্রদান করা হয়েছে ।
২০০৮-০৯,২০০৯-১০,২০১০-১১ শিক্ষাবষের মোট ৭৪,০০০/= প্রদান করা হয় ।
এ বিষয়ে ডাঃহাসানের জন্য গঠিত তহবিলের আহবায়ক ডাঃ মোঃ মশিউর রহমান মিথুন বলেন এ পযন্ত মোট ১,০০,০০০/= সংগ্রহ করা হয়েছে । তিনি আরো বলেন আমরা আশা করছি পরিমান আরো বাড়বে , এবং আমাদের টাকা সংগ্রহ চলবে ।
উল্লেখ্য ডাঃমোঃ আবুল হাসান জটিল রোগ ল্যারিঞ্জোফ্যারিঞ্জিয়াল কারসিনোমায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল হাস্পাতালের প্রফেসর ডাঃ গোলাম মোস্তফার অধীনে চিকিৎসাধীন আছেন ।
তার এ চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি উদাত্ত আহবান জানানো হচ্ছে ।
Vetsbd Livestock related only Bangla blog