‘‘শকুন বাঁচুক ,পরিবেশ বাঁচুক ,প্রানী ও মানুষের সহাবস্থানে গড়ে ওঠুক সুন্দর পৃথিবী” এই লক্ষে বিশ্ব শকুন দিবস ২০১২ উপলক্ষ্যে সিলেট কৃ্ষি বিশ্ববিদ্যালয়ের প্রানী অধিকার সংরক্ষন কারী সংগঠন প্রাধিকারের উদ্যোগে বৈশাখী চত্তরে এক মানববন্ধন কমসুচির আয়োজন করা হয় । উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন প্যাথলজি এন্ড প্যারাসাইটোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাঃ মোঃ আব্দুল জলিল মিয়া , রাহুল দাস , জয় প্রকাশ সহ প্রায় শতাধিক শিক্ষাথী । প্রফেসর ডাঃ মোঃ আব্দুল জলিল মিয়া বলেন , বিশ্বের উষ্ণায়ন ও জলবায়ু পরিবতন , অবাধে বন উজাড় , বৃক্ষ নিধন , পযাপ্ত খাদ্যের অভাবে বাংলাদেশ তথা বিশ্ব থেকে এ প্রানী বিলুপ্ত হচ্ছে । এ পরিস্থিতি চলতে থাকলে আগামী ১০ বছরের মধ্যে এ প্রানী প্রকৃতি থেকে চিরতরে বিলীন হয়ে যাবে ।
বক্তারা আরো বলেন , “Diclofenac “ প্রয়োগকৃ্ত অসুস্থ প্রানী মারা যাবার পর দেহে “Diclofenac “এর কাযকারিতা জীবিত থাকে এবং ঐ মৃত পশুর মাংশ খেলে পাশ্ব প্রতিক্রিয়ায় কিডনিতে পানি জমে এবং অল্পদিনেই মারা যায় । উল্লেখ্য প্রতি বছর ৫ ই সেপ্টেম্বর ‘বিশ্ব শকুন দিবস’ পালিত হয় এবং এ দেশে এই দিয়ে ২য় বারের মত পালিত হল ।
