পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মযাদায় হাজার
বছরের শ্রেষ্ঠ বাঙালী ,জাতির জনক বঙবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম
শাহাদত বাষিকী ও জাতীয় শোক দিবস ২০১২ পালিত হয়েছে ।
বাংলাদেশ ছাত্রলীগ , পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস শাখা দিন টি উদযাপনের
লক্ষ্যে দিনব্যাপি এক কমসুচি গ্রহন করে । সকাল ৯ ৩০ মিনিটে জাতীয় পতাকা ,
দলীয় পতাকা , এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে কমসুচি শুরু হয়। এর পর
কালো ব্যাচ ধারন করে এক শোক র্যা লী ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমিক
ভবনের সামনে এসে শেষ হয়।
বিকালে এ এন এস ভি এম অনুষদের অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয় ,
যেখানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল জেলা শাখার
সভাপতি সুমন সেরনিয়াবাদ , সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, বাবুগঞ্জ
উপজেলা ছাত্রলীগ সভাপতি আক্তারুজ্জামান মিলন , বাংলাদেশ ছাত্রলীগ ,
পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস শাখার সভাপতি মোঃ মেহেদি হাসান , সিনিয়র সহ
সভাপতি আমিরুল ইসলাম ,যুগ্ম সাধারন সম্পাদক সাব্বির হোসেন , রকিবুল ইসলাম
, আরাফাতুল ইসলাম , মহসিন শিকদার সাংগঠনিক সম্পাদক , শোভন হালদার ,ইউসুফ
আলি , দপ্তর সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান পাপ্পু , সহ স্থানীয়
আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রমুখ ।
এর পর এক কাঙালী ভোজের আয়োজন করা হয় ।