২৪-২৫ জুন,২০১২ দুই দিন ব্যাপি বিএলআরআই এ অনুষ্ঠিত হয়ে গেল “বার্ষিক গবেষনা রিভিউ কর্মশালা-২০১২” । ডিজি, বিএলআরআই, এর সভাপতিত্বে রবিবার সকাল ৯:০০ ঘটিকায় প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে কর্মশালা শুরু হয়। কর্মশালায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মৎষ্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রি জনাব আব্দুল লতিফ বিশ্বাস। কর্মশালায় ২০১১-১২ অর্থ বছরের বিএলআরআই এ গবেষনা করা হয় এমন প্রায় ৫০ টিরও বেশী গবেষনা প্রতিবেদন উপস্থাপনা, পর্যালোচনা ও পূনঃমুল্যায়ন করা হয়। এই কর্মশালায় এফএমডি, অ্যান্থ্রাক্স, এভিয়ান ইনফ্লুয়েন্জা রোগ, গরু,মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কোয়েল পাখির জাত উন্নয়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ন গবেষনা উপস্থাপনা করা হয়। এতে দেশের বিভিন্ন গবেষনা প্রতিষ্ঠানের গবেষক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাণি সম্পদ মন্ত্রনালয়ের কর্মকর্তাবৃন্দ, হ্যাচারী মালিক, খামার মালিক, ঔষধ কোম্পানির প্রতিনিধি সহ প্রায় দুই শতাধিক লোক উপস্থিত থেকে বিভিন্ন মতামত দিয়ে গবেষনা গুলো রিভিউ করতে সহায়তা করেন। পরে দেশে প্রাণি সম্পদ উন্নয়নে বিএলআরআই কে আরও সক্রিয়ভাবে কাজ করার আশাবাদ ব্যাক্ত করে ডিজি, বিএলআরআই সোমবার বিকালে কর্মশালার সমাপ্তি ঘোষনা করেন।
বিষয়বস্তুAnnual Research Review Workshop-2012 BLRI Research Workshop
এটাও দেখতে পারেন
প্রথমবারের মতো বাংলাদেশে অনলাইন গবাদি পশু শনাক্তকরণ এবং নিবন্ধন ব্যবস্থা চালুঃ জানা যাবে স্বাস্থ্য ও রোগের ইতিহাস
প্রাথমিকভাবে ৫০,০০০ পশু নিবন্ধিত হবে যা গ্রাহকদের পশুগুলোর স্বাস্থ্য ইতিহাস দেখার সুযোগ দিবে। প্রথমবারের মতো, …