পটুয়াখালী বিঃ ও প্রঃ বিশ্বঃ এর বরিশাল ক্যাম্পাসের এনিম্যাল সায়েন্সে এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের তিন শিক্ষকের চাকরি হতে ইস্তফা দেয়ায় শিক্ষা কার্যক্রম চরম ভাবে বিঘ্নিত হবার আশংকা করছে ছাত্র-ছাত্রীরা। ইস্তফাকৃত শ্রদ্ধেয় শিক্ষকরা হলেন প্যাথলজী এন্ড প্যারাসাইটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ তৈমূর ইসলাম শিপলু স্যার, মেডিসিন এন্ড সাজারী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আমিনুল ইসলাম স্যার , সহকারী অধ্যাপক ডাঃ অনুপ কুমার তালুকদার স্যার । শ্রদ্ধেয় শিক্ষকদের এই সিদ্ধান্তে অথই সাগরে নিমজ্জিত হয়েছে সাধারন শিক্ষাথীদের ভবিষ্যত শিক্ষা কার্যক্রম বলে অনেকে ধারনা করছেন । প্যাথলজী এন্ড প্যারাসাইটোলজি বিভাগের মোট ২৩ টি কোর্স, এবং মেডিসিন এন্ড সার্জারী বিভাগে ২৬ টি কোর্স রয়েছে । কিন্তু উক্ত বিভাগ দুটির মধ্যে প্যাথলজী এন্ড প্যারাসাইটোলজি বিভাগে মোট তিন জন শিক্ষক ছিলেন এর মধ্যে ১ জন পি। এইচ ডি করার জন্য দেশের বাইরে রয়েছেন , আর ১ জন ইস্তফা দিলেন তাহলে পুরা এতগুলো কোর্স পরিচালনা করার জন্য মাত্র ১ জন শিক্ষক থাকলেন , অপরদিকে মেডিসিন এন্ড সার্জারী বিভাগের মোট শিক্ষক ছিলেন ৬ জন তন্মধ্যে পি.এইচ. ডি করার জন্য দেশের বাইরে রয়েছেন ২ জন , ও এস ডি অবস্থায় আছেন ১ জন, ইস্তফা দিলেন ২ জন , এখানেও গুরুত্বপুর্ণ বিভাগে ২৬ টি কোস পরিচালনা করার জন্য আছেন মাত্র ১ জন শিক্ষক । এছাড়া ৩ টি ব্যাচের ফাইনাল পরীক্ষা চলছে , যেখানে মেডিসিন এন্ড সার্জারী বিভাগে অধিকাংশ কোর্স রয়েছে ,তাহলে ১ জন শিক্ষকের পক্ষে অসম্ভব কাজ, এটা বলার অপেক্ষা রাখে না ।
শিক্ষকদের ইস্তফা বিষয়ে এনিম্যাল সায়েন্সে এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের কোর্স কো-অর্ডিনেটর ডঃ আব্দুল মতিন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “তিন জন শিক্ষক ইস্তফা দিয়েছেন এই খবর আমি জানি , তবে গ্রীষ্মকালীন ছুটির কারনে বিশ্ববিদ্যালের রেজিস্টার কিংবা ভাইস চ্যান্সেলর মহোদয় কেহ এই বিষয়ে এখন ও কোন সিদ্ধান্ত নেন নি ।”
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্র- ছাত্রী জানান প্রশাসনিক বিভিন্ন জটিলতা, মানসিক চাপ এর কারনেও শিক্ষকরা ইস্তফা দিতে পারেন , তবে ইস্তফাকৃ্ত শিক্ষকরা তাদের ব্যাক্তিগত কারনকেই প্রাধান্য দিয়েছেন ।
বিষয়বস্তুপবিপ্রবিতে তিন শিক্ষকের চাকরি হতে ইস্তফা
এটাও দেখতে পারেন
পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস পালিত
“বাঙ্গালী হবে স্বাস্থ্যবান,প্রতিদিন ডিম খান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে …
Vetsbd Livestock related only Bangla blog
খুবই দুঃখজনক! কিন্তু কেন এমন ঘটল তা জানাতে পারলে ভালো হতো। আশা করি তোমার কাছ থেকে আপডেট নিউজ পাব।
কারন তারা তিন জন BSMARU শিক্ষক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছে।
Sishirer boktobbo sothik bolei mone hoy.
eta amader jonno khub durvagger , amra 3 ti valuable asset haralam , onek kisu shekhar silo , janina ei loss puron hobe ki na ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,