নভিস (NOVICE- Network Of Veterinary ICT in Education)-একটি ভেটেরিনারি অনলাইন কমিউনিটি

বিশ্বজুড়ে ভেটেরিনারি পেশায় তথ্য ও যোগাযোগ প্রযক্তি শিক্ষার প্রসার ঘটাতে রয়্যাল ভেটেরিনারি কলেজসহ মোট ৬টি ভেটেরিনারি প্রতিষ্ঠান (স্কুল) নিয়ে গঠিত একটি নেটওয়ার্ক হচ্ছে নভিস (NOVICE- Network Of Veterinary ICT in Education)। এই অনলাইন কমিউনিটি ইউরোপীয় ইউনিয়ন ফান্ড দ্বারা পরিচালিত। এই কমিউনিটির মূল উদ্দেশ্য হচ্ছে ভেটেরিনারি শিক্ষা/পেশায় অনলাইন ওয়েব টুল-২.০ এর প্রয়োগের উপযোগীতা ও ব্যবহার নিশ্চিত করা। এর ফলে বিশ্বব্যাপী ভেটেরিনারিয়ানদের মাঝে সামাজিকতা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

এই কমিউনিটির সেবাসমূহ:
·    এটা একটি নিরাপদ কমিউনিটি যা শুধুমাত্র ভেটেরিনারিয়ান, ভেটেরিনারি শিক্ষার্থী বা ভেটেরিনারি শিক্ষাবিদগন ব্যবহার করতে পারবেন;
·    বিশ্বের যে কোন দেশের ভেটেরিনারি সংশ্লিষ্ট ব্যক্তি/ব্যক্তিবর্গের সংগে ভেটেরিনারি সংক্রান্ত চলতি বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন;
·    ভেটেরিনারি সংশ্লিষ্ট ব্যক্তি/ব্যক্তিবর্গের সংগে তথ্যের আদান-প্রদান করতে পারবেন;
·    ভেটেরিনারি শিক্ষার্থীরা গৃহীত শিক্ষার মান অন্যান্য ভেটেরিনারি স্কুল/প্রতিষ্ঠানের সাথে তুলনা করতে পারবেন এবং ভেটেরিনারি সংক্রান্ত যে কোন প্রশ্ন করতে পারবেন;
·    ভেটেরিনারিয়ান, ভেটেরিনারি শিক্ষার্থী বা ভেটেরিনারি শিক্ষাবিদগন নতুন রোগ, চিকিৎসা পদ্ধতি বা শিক্ষা পদ্ধতি শেয়ার করতে পারবেন।

আর হ্যাঁ, এই কমিউনিটির সদস্য হতে হলে আপনাকে www.noviceproject.eu. ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে হবে।

তথ্যসূত্র: www.noviceproject.eu.

লেখকঃ ডা. মইন

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে ডিভিএম এবং ফার্মাকোলজিতে এমএস ডিগ্রি অর্জন করেছেন। সায়েন্টিফিক অফিসার হিসেবে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট-এ কাজ করেছেন। এছাড়া তিনি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ-এর প্রধান কার্যালয়ে সিনিয়র অফিসার পদে বাজেট এন্ড রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-এ কাজ করেছেন। তাছাড়া তিনি সহকারী জেলা কমান্ড্যান্ট (৩০ তম বি.সি.এস-আনসার), মানিকগঞ্জ-এ কাজ করেছেন। বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামালপুর সদর হিসেবে কাজ করেছেন।

এটাও দেখতে পারেন

এগ্রোভেট ফার্মার উদ্যোগে খামারী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

প্রতিষ্ঠালগ্ন থেকেই পোল্ট্রী , ডেইরী, ফিশারিজ শিল্প সম্প্রসারনের জন্য কাজ করে চলেছে এগ্রোভেট ফার্মা। শুধু …

৫ মন্তব্য

  1. ডাঃ তায়ফুর রহমান (এডমিন)

    ধন্যবাদ মঈন, সুন্দর একটি তথ্য আমাদেরকে জানানোর জন্য।

    • আমার মনে হয়, তোমার সাইটটিকে অতিসত্বর যেভাবে পার নভিস-এর সাথে লিংক আপ করা উচিত।

      • ডাঃ তায়ফুর রহমান (এডমিন)

        সাইটটি এককভাবে আমার বললে নিজেকে ক্ষুদ্র মনে হয়। কারন, ভেটসবিডি আমাদের সবার। তবে তোমার পরামর্শটি ভেবে দেখছি। যদি এটা করা যায় তবে ভেটসবিডি আরো শক্তিশালী হবে।

  2. আমিও তাই মনে করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.