ভারত সরকার গত ৩০ এপ্রিল জানিয়েছে, ওমান ভারতীয় live bird এবং তার by-products যেমন মুরগির মাংস ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
লোক সভায় এক লিখিত বিবৃতিতে ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রী আনন্দ শর্মা জানান, গত ৫ এপ্রিল, ২০১২ তারিখে জারিকৃত এক জরুরী নোটিশে ওমানের কৃষি মন্ত্রণালয় ভারত থেকে জীবন্ত মুরগি ও তার উপজাত দ্রব্য যেমন মাংস ও ডিম আমদানি নিষিদ্ধ ঘোষনা করে।
এক প্রশ্নের জবাবে শর্মা বলেন, ভারতে Highly Pathogenic Avain Influenza (HPAI) ভাইরাসের সেরো টাইপ H5 সণাক্ত হওয়ায় ভারতীয় ডিম আমদানির ২য় বৃহত্তম দেশ ওমান এমন নিষেধাজ্ঞা আরোপ করল।
খবর: দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস