“বিশুদ্ধ পানির জন্য” এই স্লোগান নিয়ে পোল্ট্রীর জন্য নোভারটিস (বাংলাদেশ) লিঃ নিয়ে এলো এসিডল।

একটি প্রোডাক্টের ৩টি কাজ-
- পানির পিএইচ কমায়,
- খাদ্যের বি-ভ্যালু কমায়,
- পানির বিশুদ্ধতা নিশ্চিত করে।
এসিডল পানির ক্ষতিকর জীবাণু যেমন ই-কলাই, সালমোনেলা, ক্লোসট্রিডিয়াম, ক্যামপাইলোব্যাকটার প্রজাতি ইত্যাদির বংশ বিস্তার রোধের মাধ্যমে পানির বিশুদ্ধতা নিশ্চিত করে।
মূল উপাদানঃ
ফসফরিক এসিড | ১০% |
প্রোপায়নিক এসিড | ৫% |
বেনজয়িক এসিড | ৫% |
এসিটিক এসিড | ১০% |
ল্যাকটিক এসিড | ২% |
এক্টিভেটর ও স্টেবিলাইজার | কিউ এস |
কিভাবে কাজ করেঃ
৩টি ধাপে কাজ করে-
১। অসংশ্লেষিত (Undissociated) জৈব এসিড ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের লিপিড ঝিল্লিতে প্রবেশ করে
২। জৈব এসিড সংশ্লেষিত (Dissociated) হয়ে প্রোটন ও এনায়ন তৈরি করে।
৩। অন্তঃকোষীয় আয়ন বৃদ্ধি পেয়ে কোষের Cytoplasm নষ্ট হয় (Decarboxylase ও Catalysis এর মাধ্যমে), ফলে ক্ষতিকর ব্যাকটেরিয়া মারা যায়।
উপকারিতাঃ

- পানির পিএইচ কমায়
- পানিতে ও পানির পাইপ লাইনে ব্যাকটেরিয়া ও শ্যাওলার () বংশ বিস্তার রোধ করে
- মৃত্যুহার কমায়
- খাদ্যের বি-ভ্যালু কমায়
- খাদ্য হজম ও শোষণ প্রক্রিয়া উন্নত করে
- খাদ্য রুপান্কর হার বাড়ায়
- দৈহিক ওজন বৃদ্ধি করে
- লিটারে এমোনিয়া গ্যাসের মাত্রা কমায়
- খাদ্যের পুষ্টি ও গুণগত মান রক্ষা করে
- ক্রপ ও অন্ত্রনালির পিএইচ কমায়, ফলে উপকারী জীবাণুর সংখ্যা বৃদ্ধি পায়।
মাত্রা ও প্রয়োগবিধিঃ
পানিতেঃ ব্রয়লার, লেয়ার ও ব্রিডারে ১ মিলি/৫লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে পানির পিএইচ ৪.০০-৪.৪০ এর মধ্যে নিয়ন্ত্রিত হয়।
খাদ্যেঃ ১লিটার/১টন খাদ্যে স্প্রের মাধ্যমে মিশাতে হবে।
সরবারহঃ ১ লিটার বোতল।
সতর্কতাঃ চোখ ও মুখের সংস্পর্শ থেকে দূরে রাখুন। চোখের সংস্পর্শে এলে প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলুন।
Dr Jasim ,
Well done , Keep it up.
thank you Dr. Al-Amin.
long time to connect u. hope u r fine. me too. many many thanx to describe a neo product. keep in touch of this link.
মুরগির কোন সমস্যা থাকলে কি এই ঔষধ কি খাওয়ানো যাবে??? যেমন কিডনি সমস্যা