ফাউল কলেরা মারাত্মক একটি সংক্রামক রোগ, যা Pasteurella multocida নামক একটি গ্রাম নেগেটিভ ও নন-স্পোর-ফরমিং ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। এর ১৬টি somatic serotypes রয়েছে। রোগটির pathogenicity খুব পরিবর্তনশীল এবং লক্ষণ সমূহ host এবং host-এর রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে পরিবর্তিত হয়।
transmission: horizontal
সাধারণত সদ্য প্রাপ্ত-বয়স্ক (young adult) পাখিদের এ রোগ বেশি হয়ে থাকে।
লক্ষণ সমূহঃ
রোগের ব্যাপ্তিকলের উপর লক্ষণ সমূহ নির্ভর করে। তীব্র প্রকৃতির ফাউল কলেরায় আক্রান্ত পাখির
১। জ্বর হতে পারে,
২। পালক উসকো-খুসকো হওয়া,
৩। অরুচি, শ্বাস-প্রশ্বাসের গতি বৃদ্ধি পাওয়া,
৪। পালক বিহিন অংশে যেমন মাথার ঝুঁটি ও কানের লতিতে সায়ানোসিস(cyanosis) হওয়া
৫। মুখ থেকে মউকাস পড়া এবং ( সাদা বর্ণের ও প্রচুর পানি যুক্ত) ডায়রিয়া হতে পারে যা পরবর্তিতে মিউকাসযুক্ত এবং সবুজ বর্ণের হয়ে যায়।
৬। তীব্র প্রকৃতির ফাউল কলেরায় কোন লক্ষণ প্রকাশ ছাড়াই মারা যেতে পারে। যেগুলো বেঁচে থাকে সেগুলোর septicemia হয়ে পরে dehydration ও emaciation-এর কারনে মারা যায়। আর কিছু ক্রোনিক ইনফেকশনে ভুগতে থাকে।
“Acute fowl cholera is dramatic.”
“Sudden death”
৭। ক্রনিক বা দীর্ঘ মেয়াদী প্রকৃতি ফাউল কলেরায় হাঁটু , কানের লতি( wattles), পায়ের পাতা, tendon sheaths ফুলে যায়।
আসুন এবার ছবিতে দেখিঃ






আজ এ পর্যন্তই।
**দেখুন ফাউল কলেরার পোস্টমর্টেম লক্ষণ ।
Actually it is a very good activity to highlight the ins and outs of veterinary related information.
ধন্যবাদ স্যার আপনার পোস্ট গুলো অনেক গুরুত্বপূর্ণ,