ভিটামিন-ই ও সেলেনিয়াম এর অভাব জনিত রোগের পোস্টমর্টেম লক্ষণ

কেমন আছেন সবাই? নিশ্চই বেশ ভালো আছেন। আমার পূর্বের একটি পোস্টে আমি আপনাদের দেখিয়েছিলাম ভিটামিন ই ও সেলেনিয়ামের অভাব জনিত লক্ষণ।যারা পোস্টটি দেখেননি তারা এখান থেকে দেখে নিতে পারেন।


আজকের পোস্টে আমি আপনাদের দেখাবো পোস্টমর্টেমকরলে আমরা কি কি Gross lesions পেতে পারি-

চিত্রঃ উদরে subcutaneous edema

Exudative diathesis form -এ উদরে subcutaneous edema থাকতে পারে। এই edema গুলি বেশ চকচকে দেখাবে।

চিত্রঃ পায়ের পেশীতে সাদাটে দাগ

Muscular dystrophy ‘র সাথে পায়ের পেশীতে সাদাটে দাগ থাকতে পারে।

চিত্রঃ বুকের মাংসে সাদাটে ডোরা কাটা দাগ

বুকের মাংসে(pectoral muscles) বেশ কিছু পরিস্কার সাদাটে ডোরা কাটা দাগ (linear streaks) থাকতে পারে।

চিত্রঃ Muscular dystrophy ’র সাথে গিজার্ডে সাদা সাদা lesions

Muscular dystrophy ’র সাথে গিজার্ডে সাদা সাদা lesions দেখা যায়।

এ বিষয়ে আপনাদের আরো নতুন কোন তথ্য থাকলে তা জানাতে পারেন।

পোস্টটি ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না কিন্তু…. ভালো থাকবেন সবাই।

লেখকঃ ডাঃ তায়ফুর রহমান

ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি

এটাও দেখতে পারেন

Avian Salomonellosis

Avian Salomonellosis is an inclusive term designated a large group of acute or chronic diseases …

১১ মন্তব্য

  1. ডাঃ তায়ফুর রহমান (এডমিন)

    আপনারা পোস্টমর্টেম করার সময় হুবহু এরকমই লক্ষণ পাবেন, তা কিন্তু নয়। তবে পোস্টমর্টেম করার সময় যদি মোবাইলে ছবি তুলে রাখতে পারেন, তাহলে এরকম পোস্ট করতে আপনাদের সহজ হবে।

  2. ধন্যবাদ, আমি উপকৃত হয়েছি। RUN ….FOREWORD………..

    • ডাঃ তায়ফুর রহমান (এডমিন)

      আপনি নামের ঘরে মন্তব্য লিখে ফেলেছিলেন। আপনার ই-মেইল এড্রেস থেকে নাম নিয়ে ঠিক করে দিলাম। মন্তব্য করতে আপনার নাম আর ই-মেইল এড্রেস লিখে মন্তব্য লিখুন। যাই হোক এই পোস্টের প্রথম মন্তব্যকারী হিসেবে আপনাকে অভিনন্দন।

  3. Boss ami ASAD square agrovet (marketing)
    niomito side ti dekhchi o onek kichu sikhchi
    Thanks.

  4. Rich Information ……………………Thanks to All

  5. অনেক ধন্যবাদ আপনা

  6. sir ami akjon student coronar karone ami barite kaji lear polti fram kori kintu akhn akta prlem dhakha dise murgir khado toli sokto hoy jay…paykhna cun cun abr halka lalse colar ase akhn ami ki kortte pari sir.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.