তিল তিল করে গড়ে ওঠা পোল্ট্রী শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে বাংলাদেশ পোল্ট্রী শিল্প সমন্বয় কমিটির উদ্যোগে আগামী ২৩ এপ্রিল, সোমবার বেলা ১১:০০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচীর ডাক দেয়া হয়েছে। জেলাগুলো হলো গাজীপুর, বগুড়া, খুলনা, চট্টগ্রাম, যশোর, বরিশাল, রংপুর, রাজশাহী, কৃমিল্লা, সিলেট, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর ও দিনাজপুর। এছাড়া জাতীয় পর্যায়ে আগামী ২৪ এপ্রিল, মঙ্গলবার বেলা ১১:০০টা থেকে দুপুর ১:০০টা পর্যন্ত ঢাকাস্থ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচীর ডাক দেয়া হয়েছে।
বাংলাদেশ পোল্ট্রী শিল্প সমন্বয় কমিটির উদ্যোগে এ সেক্টরের অন্যান্য সকল এসোসিয়েশন ও সম্মানীত সদস্যদের সাথে নিয়ে এ সভায় স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সেসব কর্মসূচীর অংশ হিসেবে এই মানববন্ধন কর্মসূচী আহ্বান করা হয়েছে।
এ কর্মসূচী সফল করতে অন্যান্য সংগঠনের পাশাপাশি Animal Health Companies Association of Bangladesh (AHCAB) তাঁর অধিনস্ত সকল প্রতিষ্ঠানের মার্কেটিং অফিসার/ কেমিষ্ট, ডিলার, কর্মকর্তা-কর্মচারী এবং খামারিবৃন্দকে উক্ত মানববন্ধন কর্মসূচীতে সক্রীয়ভাবে অংশ নিয়ে কর্মসূচীকে সফল করার অনুরোধ জানান। আহকাবের প্রেসিডেণ্ট ও সেক্রেটারি জেনারেল কর্তৃক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ অনুরোধ জানানো হয়। চিঠিটি নিচে দেয়া হলো-
