ঔষধ পরিচিতিঃ BetaMax®Vet

BetaMax® Vet পোল্ট্রিতে স্ট্রেস ম্যাসেজ করার একটি সল্যুশন। এতে ৪৭% বিটেইন (Betain) রয়েছে। অর্থাৎ প্রতি ১ মিলি দ্রবণে বিটেইন রয়েছে ৪৭০ মি.গ্রা।


BetaMax® Vet বাজারজাত করছে ‍Eskayef Pharmaceuticals Ltd. । তবে এটির প্রস্তুতকারক Skystone Feed Co. Ltd. যারা বিশ্বের অন্যতম বিটেইন উৎপাদক এবং এদের রয়েছে বিটেইনের কমপ্লিট সিরিজ। 

BetaMax Vet
BetaMax® Vet

BetaMax® Vet কিভাবে কাজ করেঃ

  • ক্ষুদ্রান্তের পানি ধরে রাখার সক্ষমতা বাড়িয়ে স্ট্রেস-এর প্রভাবকে কমিয়ে রাখে
  • BetaMax® Vet মিথাইল ডোনার হিসেবে কাজ করে ফলে খাদ্যের মিথিওনিন ও কোলিন ক্লোরাইড-এর রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করে খাদ্যের খরচ কমায়।
  • BetaMax® Vet এন্টিকক্সিডিয়াল ড্রাগের সাথে যুগপদ কাজ করে এর কার্যকারিতা বাড়িয়ে দেয়।
  • BetaMax® Vet শরীরে শক্তি এবং পুষ্টি উপাদান পুনঃবন্টন করে যা শরীরে চর্বির বিন্যাসকে উন্নত করে মাংসের গুণাগুণ বৃদ্ধি করে।

কী কী কাজে BetaMax® Vet ব্যবহার করতে পারেনঃ

  • পোল্ট্রিতে হিট স্ট্রেস মোকাবিলা করার সক্ষমতা বাড়াতে
  • ক্ষুদ্রান্তের পানি ধরে রাখার ক্ষমতা বাড়াতে
  • এন্টিকক্সিডিয়াল ড্রাগের কার্যকারিতা বাড়াতে
  • মিথিওনিন ও কোলিন ক্লোরাইড রিপ্লেস করে থাদ্যের আংশিক খরচ কমাতে 
  • ফ্যাটি লিভার সিন্ড্রোম থেকে সুরক্ষা দিতে
  • পোল্ট্রির ওজন বৃৃদ্ধিতে ও মাংসের গুণাগুণ বাড়াতে।

BetaMax® Vet ব্যবহার প্রণালীঃ

এতসব গুণাগুণ পেতে BetaMax® Vet ব্যবহার করতে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিঃ নিম্নোক্ত পরামর্শ দিয়েছেনঃ

পরিবেশের তাপমাত্রা ডোজ
তাপমাত্রা ২৫ সে. এর বেশি হলে  ১মিলি/১ লিঃ পানিতে
তাপমাত্রা ৩৫ সে. এর বেশি হলে ১মিলি/২ লিঃ পানিতে

অথবা, রেজিষ্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শক্রমে ব্যবহার করবেন।

প্যাক সাইজঃ

১০০মিলি ও ৫০০মিলি বোতলে পাওয়া যাচ্ছে।

লেখকঃ ডাঃ তায়ফুর রহমান

ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি

এটাও দেখতে পারেন

প্রোডাক্ট তালিকা-Agrovet Pharama

 এগ্রোভেট ফার্মা বাংলাদেশে ভেটেরিনারী সেক্টরে ২০০৭ সাল থেকে সুনামের সহিত ব্যবসা চালিয়ে আসছে। শুধু মাত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.