মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ প্রাণিসম্পদ অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাগণ এখন কানাডায় অবস্থান করছেন। যতদূর জানতে পেরেছি, কারিকুলাম বিষয়ক জ্ঞানার্জনের জন্য তাঁরা সেখানে গিয়েছেন। কারা কারা আছেন সেই সফরে? জানার জন্য ফোন দিয়েছিলাম বিভিএ মহাসচিব হাবিব মোল্লা ভাইকে। তিনি আমার কাছে সময় চাইলেন। প্রায় দু’ঘণ্টা পর উনি আমাকে জানালেন, তিনি অনেক চেষ্টা করেও জিও (সরকারি আদেশ)-এর কপি বের করতে পারেননি। জিও ওয়েবসাইটেও আপলোড করা থাকে, সেখানেও নেই। কেউ কোন তথ্য দিতে পারেনি। আমাদের প্রশ্ন, কেন এই লুকোচুরি? কোন দেশের কারিকুলাম সম্পর্কে জানতে কি আজ-কাল সরাসরি সেই দেশে যেতে হয়? যেতে যদি হয়ই তবে কেন আমাদের দেশের আর্থ-সামাজিক অবস্থার সাথে মিল রয়েছে এমন কোন দেশে নয়?
“চুন খেয়ে মুখ পুড়লে দই দেখেও ভয় লাগে।” আমাদের আজ তেমনই অবস্থা। আমাদের মনে সংশয় জাগে, আবার কোন ষড়যন্ত্র হচ্ছে না তো? এর আগেও একবার দুই ফ্যাকাল্টির ছাত্ররা একীভূত ডিগ্রির ব্যাপারে একমত হয়েছিল, রাতের আঁধারে ষড়যন্ত্র হলো, সন্ধ্যায় যে স্বপ্ন নিয়ে দুই ফ্যাকাল্টির ছাত্র-ছাত্রীরা ঘুমুতে গিয়েছিলো, সকালেই তাদের সে স্বপ্ন ভেঙ্গে গিয়েছিলো! এবারও যখন অর্গানোগ্রাম নিয়ে নতুন করে মেলবন্ধনের স্বপ্ন জেগে উঠছিলো, তখনই কি আবার কোন ষড়যন্ত্র কাল-সাপ আমাদের ঘিরে ধরবে?
Bangabandhu Siekh Muhibur Rahman Science and Technology University te 2017-18 session theke Livestock Science and Veterinary Medicine department khola hyese…Degree name:Bsc in Vet. Science and A.H