বিভিএ নির্বাচন ২০১৭-১৮: চলছে ভোট গণনা

বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হবার পর এখন ভোট গণনা চলছে, যা প্রায় শেষের দিকে। মোট ১৯২৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। এদিকে বিভিন্ন সময় বিক্ষিপ্ত কিছু খবর আসতে থাকে, যেখানে ডাঃ নজরুল-ড. হাবিব মোল্লা প্যানেলের অধিকাংশ প্রার্থীর এগিয়ে থাকার কথা শোনা যায়। তবে গণনা শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয়। মোট ৯টি ভাগে বিভক্ত হয়ে ভোট গণনা শুরু হয়। প্রতিটি ভাগের সাথে উভয় প্যানেল থেকেই একজন করে এজেন্ট রয়েছেন ।


লেখকঃ ডাঃ তায়ফুর রহমান

ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি

এটাও দেখতে পারেন

টেলিভিশনে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সারাবাংলার ভেটেরিনারিয়ানদের নিন্দার ঝড়ঃ মহাসচিবের প্রত্যাখ্যান

প্রাণিসম্পদ অধিদপ্তরের ভবন ও জায়গা দখল করে বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন বাণিজ্য করছে, এমন শিরোনামে ইনডিপেন্ডেন্ট টেলিভিশনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.