এবারে সরাসরি ‘মার মার’ প্রশ্নের ‘কাট কাট’ জবাব নিয়ে ভেটসবিডিতে আসছে লাইভ অনুষ্ঠান, “ভেট জনতার মুখোমুখি, ভবিষ্যতের বিভিএ প্রতিনিধি” ।
“প্রতিপক্ষের অভিযোগ, আপনিতো ডিএলএস-এ কর্মরত নন, তাহলে এখানে আপনার স্বার্থ কি”; অথবা “আপনি তো এর আগে দু’বার বিভিএ কমিটিতে ছিলেন, একবারও সঠিক সময়ে নির্বাচন দিতে পারেননি, এবার ২ বছর পর নির্বাচন দেবেন বলছেন, ভোটাররা আপনার কথায় কেন আস্থা রাখবেন?”
-এমনি নানান প্রশ্নের মুখোমুখি হতে যাচ্ছেন বিভিএ নির্বাচন ২০১৭-১৮’র প্রার্থীরা। আগামী ৩০ নভেম্বর সন্ধ্যা ৭:০০টায় ভেটসবিডি’র আয়োজনে অনুষ্ঠানটিতে প্রশ্ন করতে পারবেন আপনিও। অনুষ্ঠানটি সরাসরি দেখতে ও প্রশ্ন করতে নিচে দেয়া লিঙ্ক-এ ক্লিক করে ভেটসবিডির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এক্ষুনি, আর চোখ রাখুন vetsbd.com-এ। এবার পরিবর্তন আসতেই হবে, আর সে পরিবর্তন আসবে আপনার হাত ধরেই।