বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন’র সদস্য হতে অনলাইনেও আবেদন করতে পারবেন

সামনেই বিভিএর নির্বাচন, ভোট দিতে চাইলে সদস্য তো হতেই হবে। বিভিএ নির্বাচন ২০১৭ সামনে রেখে ভোটার নিবন্ধন প্রক্রিয়া চলছে। বিভিএর সদস্য হলেই ভোটার হিসেবে নিবন্ধন পাবেন।


নতুন সদস্য হতে যা যা লাগবেঃ

  • আপনার পাসপোর্ট সাইজের ছবি’র স্ক্যান কপি (যার আকার (width X height) হতে হবে সর্বোচ্চ 320px X 400px এর মধ্যে)
  • আপনার স্বাক্ষরের স্ক্যান কপি (যার আকার (width X height) হতে হবে 150px X 80px)
  • আপনার DVM ডিগ্রী’র মূল বা সাময়িক সনদের স্ক্যান কপি (যার আকার (width X height) হতে হবে 600px X 900px)
  • নিবন্ধন করার ফিঃ

নতুন সদস্য/সদস্যপদ নবায়নের জন্য ২০৪ টাকা এবং আজীবন সদস্য পদের জন্য ২০৪০ টাকা বিকাশ করতে হবে (বিকাশ চার্জসহ)। বিকাশ একাউন্ট নম্বর 01712-594915 অথবা 01716-022840।

১৪ সেপ্টেম্বরের মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। তবে অনলাইন রেজিষ্ট্রেশন প্রক্রিয়া চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। রেজিষ্ট্রেশন করতে নিচে দেয়া “রেজিষ্ট্রেশন ফরম” বাটনটিতে ক্লিক করুন।

 

রেজিষ্ট্রেশন ফরম

লেখকঃ ডাঃ তায়ফুর রহমান

ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি

এটাও দেখতে পারেন

কেন এতো লুকোচুরি!

মৎস্য ও  প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ প্রাণিসম্পদ অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাগণ এখন কানাডায় অবস্থান করছেন। যতদূর জানতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.