প্রতি হাজার কোয়েল পাখি পালনে মাসে কত টাকা আয় করা সম্ভব?


১০০০ কোয়েল পাখি পালনে প্রতি মাসে কত টাকা লাভ হতে পারে???
প্রথমে আমরা হিসাবের সুবিধার্থে কিছু বিষয় ধরে নিব
১) ডিম দেয়ার হার ৭০-৮০% (গড়ে ৭৫%)
২) ডিমের দাম ১.৮ – ২.০ টাকা (গড়ে ১.৯ টাকা)
৩) লেয়ার খাবারের দাম(৫০কেজি) প্রতি বস্তা ১৬০০ টাকা
প্রতি কেজির দাম=৩২ টাকা
৪) প্রতিটি কোয়েল খাবার খাবে ২৫ গ্রাম


**১০০০ কোয়েলের মাসিক ব্যয়ঃ
১) দৈনিক খাবার= ১০০০*২৫=২৫০০০ গ্রাম=২৫ কেজি
মাসিক খাবার খরচ= ২৫*৩০ কেজি=৭৫০ কেজি*৩২ টাকা=২৪০০০ টাকা
২) ওষুধ(ভিটামিন,ক্যালসিয়াম,জিংক,এন্টিবায়োটিক্ ও অন্যান্য)=১০০০ টাকা
৩) বিদ্যুৎ বিল =৫০০ টাকা
৪) লিটার(গাছের গুড়ি,ধানের তুষ) =৩০০ টাকা
৫) কর্মচারী বেতন- =৫০০০ টাকা
৬) অন্যান্য =৪০০ টাকা
(কর্মচারীর বেতন ১০০০০ টাকা কিন্তু একজন লোক কমপক্ষে ২০০০ কোয়েল দেখাশুনা করতে পারে।তাই ১০০০ কোয়েলের হিসাবের জন্য বেতন ৫০০০ টাকা ধরা হয়েছে)
মোট খরচ =৩১২০০ টাকা

**১০০০ কোয়েল থেকে মাসিক আয়ঃ
বিস্তারিত লাভের হিসাব দেখতে এই ভিডিও টি দেখুন।
১ হাজার কোয়েল পালনের লাভ লসের বিস্তারিত এখানে দেখুন

লেখকঃ শ্রাবন হাসান সজল

I am Srabon Hasan Sajal I have passed my SSC from Ghatakchar High School And HSC from Birshreshtha Munshi Abdur Rouf Public College( Bangladesh Rifles College),Dhaka. Now,I am studying DVM -Doctor Of Veterinary Medicine at Patuakhali Science &Technology University.

এটাও দেখতে পারেন

What heat stress does in poultry

যে ৪ উপায়ে বিটেইন (Betain) হিট স্ট্রেস মোকাবিলায় কাজ করে

হিট স্ট্রেস (heat stress) গবাদিপশু ও পোল্ট্রি খামারের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা, যা ওজন কমায়, …

৪ মন্তব্য

  1. ভাই, বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করলে দেখা যায় যে,তথ্যের হেরফের হয়।অনেক বিষয়ে তথ্যের অমিল দেখা যায়।যেমন খাঁচার মাপ,খাদ্যের পাত্রের জায়গা ইত্যাদি।সে ক্ষেত্রে কী করা যায় বুঝতে পারছি না।

    • কোয়েল বিষয়ক আমার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। সরাসরি একজন কোয়েল বিশেষজ্ঞের সাথে দেখা করতে চাই।যার এ ব্যপারে যথেষ্ট তত্ত্ব এবং প্রায়োগিক জ্ঞান আছে।ভাই কিভাবে কী করতে পারি?একটু হেল্প করবেন!

  2. বাস্তবে আর এখানে অনেক গর মিল

  3. আমি নিচে আমার নাম পরিচয় দিলাম, আমি একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি, অবসর সময় পার করা এবং কিছু বাড়তি আয়ের জন্য কোয়েলের (১০০০-১৫০০) ফার্ম করতে চাই, এই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের কিছু পরামর্শ চাই, যেমন প্রাথমিকভাবে কতগুলো দিয়ে শুরু করলে ভালো হবে, বাচ্চা কোথায় পাওয়া যাবে, পরিচর্যা কেমন করতে হবে, ইত্যাদি। জানালে কৃতজ্ঞ থাকব ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.