আজ প্রাণিসম্পদ অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত হলেন- ডা. মো. আইনুল হক। সাবেক মহাপরিচালক জনাব অজয় কুমার রায় আজ পি.আর.এল -এ চলে যাওয়ায় মহাপরিচালকের পদটি শূণ্য হয়। সাবেক উপ-পরিচালক, (প্রশাসন) হিসেবে দায়িত্বরত ডা. মো. আইনুল হক কে পরিচালক প্রশাসন হিসেবে চলতি দায়িত্বে নিয়োজিত করে মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়। এদিকে প্রশাসনের পরিচালক পর্যায়েও শুধুমাত্র পরিচালক সম্প্রসারণ এর পদটি ব্যতিত সকল পদে পরির্বতন আনা হয়। পরিচালক- গবেষণা, প্রশিক্ষণ ও মূল্যায়ন- ডা. এ.কে.এম নজরুল ইসলাম, পরিচালক- উৎপাদন- ডা. এইচ.বি.এম গোলাম মাহমুদ, অধ্যক্ষ- ও.টি.আই: জনাব মো. মোক্তার হোসেন, এবং পরিচালক (এল/আর) ডা. মো. আবুল কালাম এবং শূণ্য হওয়া উপপরিচালক (প্রশাসন) পদে ডা. আবুল খায়ের কে নিয়োগ দেয়া হয়। সকল স্যারকে তাদের নতুন পদে সুস্বাগতম। প্রাণিসম্পদ অধিদপ্তর নতুন নেত্রীত্বে সফলভাবে এগিয়ে যাক এই শুভ কামনা রইল।
বিষয়বস্তুচলতি দায়িত্ব ডিজি নয়া ডিজি
এটাও দেখতে পারেন
টেলিভিশনে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সারাবাংলার ভেটেরিনারিয়ানদের নিন্দার ঝড়ঃ মহাসচিবের প্রত্যাখ্যান
প্রাণিসম্পদ অধিদপ্তরের ভবন ও জায়গা দখল করে বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন বাণিজ্য করছে, এমন শিরোনামে ইনডিপেন্ডেন্ট টেলিভিশনে …