আজ মঙ্গলবার বিকেলে ৩৭ তম বিসিএসের প্রাক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হয়েছেন ।
গত ৩০ সেপ্টেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩৭তম বিসিএসের ফল ১ মাস ১ দিনে প্রকাশ করা হলো। এবারই প্রথম এতো কম সময়ের মধ্যে ফল প্রকাশিত হলো। এবারের পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। বিসিএস নিয়ে দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে বর্তমান কমিশন কাজ করছে। পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক-এর মতে এটা তারই প্রতিফলন। তিনি বলেন, ৩৭তম বিসিএসে পদ সংখ্যা কম হওয়ায় অন্যান্য বিসিএসের তুলনায় এবার কমসংখ্যক প্রার্থী উত্তীর্ণ হয়েছে।
১ হাজার ২২৬ জন প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
নিচে ফলাফল দেয়া হলোঃ
[google-drive-embed url=”https://drive.google.com/file/d/0BylFif4wz_y8dkZ5a3RfbUdQYmM/preview?usp=drivesdk” title=”37bcs-preli-result.pdf” icon=”https://ssl.gstatic.com/docs/doclist/images/icon_12_pdf_list.png” width=”100%” height=”400″ style=”embed”]