হাইড্রোপনিক পদ্ধতিতে সহজেই জমি ছাড়াই ঘাস উৎপন্ন করুন

গবাদিপশুর জন্য সবুজ ঘাসের প্রয়োজনীয়তা অপরিসীম। কিন্তু জমির আকালের এই যুগে সবুজ ঘাস কৃষক পাবে কোথায় ? তবে কৃষকের সেই ভাবনার অবসান ঘটানোর চেষ্টা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তাঁরা সবুজ ঘাস উৎপাদনের এক চমৎকার উপায় বের করেছেন। যার মাধ্যমে কোন প্রকার জমি ছাড়াই শুধু পানি প্রয়োগ করে গম বা ভুট্টার বীজ থেকে সবুজ ঘাস উৎপন্ন করেছেন। তাও আবার মাত্র এক সপ্তাহের মধ্যেই তা পশুকে খাওয়াতে পারবেন। আর ভাবে উৎপন্ন ঘাসে কিন্তু পুষ্টি মানও থাকে বেশি। এই ঘাস উৎপাদনের কৌশল জানতে নিচের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন।


http://youtu.be/cUzrR68_-nY

লেখকঃ ডাঃ তায়ফুর রহমান

ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি

এটাও দেখতে পারেন

What heat stress does in poultry

যে ৪ উপায়ে বিটেইন (Betain) হিট স্ট্রেস মোকাবিলায় কাজ করে

হিট স্ট্রেস (heat stress) গবাদিপশু ও পোল্ট্রি খামারের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা, যা ওজন কমায়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.