গবাদিপশুর জন্য সবুজ ঘাসের প্রয়োজনীয়তা অপরিসীম। কিন্তু জমির আকালের এই যুগে সবুজ ঘাস কৃষক পাবে কোথায় ? তবে কৃষকের সেই ভাবনার অবসান ঘটানোর চেষ্টা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তাঁরা সবুজ ঘাস উৎপাদনের এক চমৎকার উপায় বের করেছেন। যার মাধ্যমে কোন প্রকার জমি ছাড়াই শুধু পানি প্রয়োগ করে গম বা ভুট্টার বীজ থেকে সবুজ ঘাস উৎপন্ন করেছেন। তাও আবার মাত্র এক সপ্তাহের মধ্যেই তা পশুকে খাওয়াতে পারবেন। আর ভাবে উৎপন্ন ঘাসে কিন্তু পুষ্টি মানও থাকে বেশি। এই ঘাস উৎপাদনের কৌশল জানতে নিচের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন।
বিষয়বস্তুঘাস চাষ সবুজ ঘাসের বিকল্প হাইড্রোপনিক হাইব্রিড ঘাস
এটাও দেখতে পারেন
যে ৪ উপায়ে বিটেইন (Betain) হিট স্ট্রেস মোকাবিলায় কাজ করে
হিট স্ট্রেস (heat stress) গবাদিপশু ও পোল্ট্রি খামারের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা, যা ওজন কমায়, …