সাধারণত মুরগিকে polyunsaturated ফ্যাট যুক্ত খাবার যেমন সয়াবিন তেল বেশি পরিমানে খাওয়ালে ভিটামিন-ই এর অভাব পরিলক্ষিত হয়। এসব খাবারের ভিটামিন-ই অক্সিডাইজড্ (rancid) হয়ে গেলে সেই ভিটামিন-ই আর bio-available থাকে না। আসুন, ভিটামিন-ই এর অভাবে যেসব লক্ষণ দেখা দিতে পারে তা ছবির মাধ্যমে দেখে নিই-


সাধারনত ১৫-৩০ দিন বয়সের বাচ্চাতে clinical signগুলো ভালোভাবে দেখা যায়। স্নায়বিক যেসব লক্ষণ দেখা যেতে পারে সেগুলো হলো- ataxia, opisthotonus, torticollis, myoclonus, paresis, এবং একই সাথে prostration। মস্তিষ্কের সেরিবেলাম ও সেরিব্রাম-এর এনসেফালো ম্যালাসিয়া’র কারনে এই স্নায়বিক লক্ষণগুলো হয়ে থাকে।

exudative diathesis ফর্মে, capillaryগুলোর দেয়াল অস্বাভাবিকভাবে permeable হয়ে যায় এবং রক্তরস ও লহিত কণিকা বের হয়ে এসে ventrum চারদিকে জমা হয়। এখানে দেখা যাচ্ছে বক্ষগহ্বর এবেং উদরে subcutaneous edema এবং রক্তক্ষরণ হয়েছে। যে লোহিত রক্তকণিকাগুলি বের হয়েছিল তা ভেঙ্গে গিয়ে নিলচে-সবুজ বর্ণ ধারণ করেছে।
গ্রীবাদেশেও (neck region) এ ধরনের edema দেখা যায়।
exudative diathesis-এ পা-এ Edema এবং বিবর্ণ হয়ে যাওয়া ভিটামিন-ই এর স্পষ্ট অভাব নির্দেশ করে।
প্রাথমিক অবস্থায় চিকিৎসা করালে সাড়া পাওয়া যায় তবে encephalomalacia ফর্মে চিকিৎসায় তেমন সাড়া পাওয়া যায়না। এখানেও দেখা যাচ্ছে- torticollis, ঘাড় ও মাথা পেচানো অবস্থায় একটি মুরগি।
ভিটামিন-ই এর অভাব জনিত লক্ষণের সাথে অন্য যেসব রোগের লক্ষণের মিল রয়েছে সেগুলো হলো-
- Avian Encephalomyelitis
- Gangrenous Dermatitis
- রাণিক্ষেত
- ভিটামিন-বি১ এর অভাব।
আশা করি এই তথ্য গুলো আপনাদের কাজে লাগবে।
Vetsbd Livestock related only Bangla blog
Amar kobutor ar ghono shobug pikhana hossa. Pikhana Dakta ghono kof at mota athalo. Ame Ke owshod debo.