সাধারণত মুরগিকে polyunsaturated ফ্যাট যুক্ত খাবার যেমন সয়াবিন তেল বেশি পরিমানে খাওয়ালে ভিটামিন-ই এর অভাব পরিলক্ষিত হয়। এসব খাবারের ভিটামিন-ই অক্সিডাইজড্ (rancid) হয়ে গেলে সেই ভিটামিন-ই আর bio-available থাকে না। আসুন, ভিটামিন-ই এর অভাবে যেসব লক্ষণ দেখা দিতে পারে তা ছবির মাধ্যমে দেখে নিই-
সাধারনত ১৫-৩০ দিন বয়সের বাচ্চাতে clinical signগুলো ভালোভাবে দেখা যায়। স্নায়বিক যেসব লক্ষণ দেখা যেতে পারে সেগুলো হলো- ataxia, opisthotonus, torticollis, myoclonus, paresis, এবং একই সাথে prostration। মস্তিষ্কের সেরিবেলাম ও সেরিব্রাম-এর এনসেফালো ম্যালাসিয়া’র কারনে এই স্নায়বিক লক্ষণগুলো হয়ে থাকে।
exudative diathesis ফর্মে, capillaryগুলোর দেয়াল অস্বাভাবিকভাবে permeable হয়ে যায় এবং রক্তরস ও লহিত কণিকা বের হয়ে এসে ventrum চারদিকে জমা হয়। এখানে দেখা যাচ্ছে বক্ষগহ্বর এবেং উদরে subcutaneous edema এবং রক্তক্ষরণ হয়েছে। যে লোহিত রক্তকণিকাগুলি বের হয়েছিল তা ভেঙ্গে গিয়ে নিলচে-সবুজ বর্ণ ধারণ করেছে।
গ্রীবাদেশেও (neck region) এ ধরনের edema দেখা যায়।
exudative diathesis-এ পা-এ Edema এবং বিবর্ণ হয়ে যাওয়া ভিটামিন-ই এর স্পষ্ট অভাব নির্দেশ করে।
প্রাথমিক অবস্থায় চিকিৎসা করালে সাড়া পাওয়া যায় তবে encephalomalacia ফর্মে চিকিৎসায় তেমন সাড়া পাওয়া যায়না। এখানেও দেখা যাচ্ছে- torticollis, ঘাড় ও মাথা পেচানো অবস্থায় একটি মুরগি।
ভিটামিন-ই এর অভাব জনিত লক্ষণের সাথে অন্য যেসব রোগের লক্ষণের মিল রয়েছে সেগুলো হলো-
- Avian Encephalomyelitis
- Gangrenous Dermatitis
- রাণিক্ষেত
- ভিটামিন-বি১ এর অভাব।
আশা করি এই তথ্য গুলো আপনাদের কাজে লাগবে।
Amar kobutor ar ghono shobug pikhana hossa. Pikhana Dakta ghono kof at mota athalo. Ame Ke owshod debo.