সেইফ বায়ো প্রোডাক্টস্ লিঃ -এর সেমিনার অনুষ্ঠিত

জয়পুর হাট এর কালাই উপজেলায় এবং পরে বগুড়ায় সেইফ বায়ো প্রোডাক্টস্ লিঃ -এর ডেইরী, মৎস্য ও পোল্ট্রি পালন ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়ে গেলো।


গত ২৮ এপ্রিল, ২০১৬ ইং তারিখে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সেইফ বায়ো প্রোডাক্টস্ লিঃ কর্তৃক এক ডেইরী, মৎস্য ও পোল্ট্রি পালন ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হলো। উক্ত সেমিনারে এ অঞ্চলের ছোট বড় প্রায় দেড় শতাধিক মৎস্য, ডেইরী ও পোল্ট্রি খামার মালিক উপস্থিত ছিলেন। সেমিনারে সভাপতিত্ব করেন মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা ভেটেরিনারি সার্জন জনাব ডাঃ মনিরুজ্জামান। লালন পালন বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন কোম্পানীর টেকনিক্যাল এন্ড সেলস্ ম্যানেজার জনাব ডাঃ আব্দুর রহমান এবং প্রোডাক্টস পরিচিতি নিয়ে আলোচনা করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জনাব ডাঃ মোহাম্মদ সরোয়ার জাহান। এছাড়াও অত্র উপজেলার পোল্ট্রি মালিক সমিতির সভাপতি জনাব মোঃ তাপস এবং কোম্পানীর আরএসএম জনাব রবিউল ইসলাম, মার্কেটিং অফিসার জনাব আব্দুল আজিজ ও রাজিব উপস্থিত ছিলেন। সেমিনার বেলা ১১ টায় শুরু হয়ে প্রায় বেলা ২:৩০ এ শেষ হয়। এ সময়  উপস্থিত খামার মালিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ভেটেরিনারি সার্জন জনাব ডাঃ মনিরুজ্জামান, কোম্পানীর টেকনিক্যাল এন্ড সেলস্ ম্যানেজার জনাব ডাঃ আব্দুর রহমান এবং কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জনাব ডাঃ মোহাম্মদ সরোয়ার জাহান। সেমিনার শেষে খামারীদের মাঝে বেশ কিছু পূরস্কার প্রদান করা হয়। পরিশেষে দুপুরের খাবারের মাধ্যমে সেমিনারের সফল সমাপ্তি ঘটে।

পরবর্তীতে বগুড়ায়  সন্ধা ৭ টায় হোটেল ”লুক এট মি” তে  বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত  প্রায় ৩০ জন ভেটেরিনারী ডাক্তারের উপস্থিতিতে এক মতবিনিময় ও পন্য পরিচিতি বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সেইফ বায়ো প্রোডাক্টস্ লিঃ এর  টেকনিক্যাল এন্ড সেলস্ ম্যানেজার জনাব ডাঃ আব্দুর রহমান এবং কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক জনাব ডাঃ মোহাম্মদ সরোয়ার জাহান মাল্টিমিডিয়া স্লাইড প্রোজেক্টরের মাধ্যমে কোম্পানীর কিছু গুরুত্বপূর্ণ প্রোডাক্টস্ নিয়ে আলোচনা করেন ও বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পরিশেষে  নৈশ্যভোজের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।

লেখকঃ ডাঃ তায়ফুর রহমান

ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি

এটাও দেখতে পারেন

BetaMax Vet

ঔষধ পরিচিতিঃ BetaMax®Vet

BetaMax® Vet পোল্ট্রিতে স্ট্রেস ম্যাসেজ করার একটি সল্যুশন। এতে ৪৭% বিটেইন (Betain) রয়েছে। অর্থাৎ প্রতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.