রাজশাহীতে সম্প্রতি অস্বাভাবিক হারে কাক মৃত্যুর মূলে বার্ড ফ্লুর সংক্রমণের প্রমাণ মিলেছে।
ঢাকায় গবেষণাগারে মৃত কাকের নমুনা পরীক্ষায় বিষয়টি ধরা পড়ার পর ওই এলাকায় বিশেষজ্ঞদের একটি দল পাঠিয়েছে সরকার। তাদের মধ্যে মানুষ ও পশুপাখির রোগ বিশেষজ্ঞ এবং নৃতত্ত্ববিদও রয়েছেন।
দলটি বুধবার কাজ শুরু করেছে বলে সরকারের রোগ পর্যবেক্ষণকারী শাখা আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান জানিয়েছেন।
তিনি বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ল্যাবরেটরি পরীক্ষায় রাজশাহীর কাকের শরীরে বার্ড ফ্লু নামে পরিচিত এইচ৫এন১ এভিয়েন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ধরা পড়েছে…
বিস্তারিত: রাজশাহীতে কাক মরছে বার্ড ফ্লুতে