“বাঙ্গালী হবে স্বাস্থ্যবান,প্রতিদিন ডিম খান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “বিশ্ব ডিম দিবস ২০১৫” পালিত হয়েছে।
আজ ( শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি সায়েন্স বিভাগ ও ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন ( ভিএসএ) পৃথকভাবে এই দিবস পালন করে।
সকালে পোল্ট্রি সায়েন্স বিভাগের উদ্যোগে একটি র্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে এসে অনুষদীয় অডিটোরিয়ামের সামনে শেষ হয় ।
দিবসের তাৎপর্য তুলে ধরে অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ড মোঃ আব্দুর রশিদ, আরো উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড এম এইচ কাওছার, ড স্বপন কুমার ফোউজদার, তন্বী চন্দ্র, আশরাফুল ইসলাম, ড মোঃ ফকরুজ্জামান, মো শাহবুবুল আলম,এনায়েত কবীর, রিপন চন্দ্র পাল, বিভিন্ন সেমিস্টারের ছাত্র-ছাত্রী বৃন্দ সহ প্রমুখ।
অপরদিকে সকালে ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন (ভিএসএ) বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ পোল্ট্রি শিল্প সমন্নয় কমিটি (বিপিআইসি)বরিশাল শাখার সাথে সমন্নয় করে বর্ণাঢ্য র্যালি বের করে, যা বরিশাল প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
বিপিআইসির আয়োজনে প্রেস ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিপিআইসির আহবায়ক মোঃ মসিউর রহমান, ডা নুরুল আলম ( উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ), বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের সহযোগী অধ্যাপক ড এ কে এম মোস্তফা আনোয়ার, ড মোঃ আহসানুর রেজা, ড মোঃ খন্দকার জাহাঙ্গীর আলম , ড মোহাম্মদ রিয়াদ মাহমুদ,ড মোঃ মামুন উর রশিদ, সহকারী অধ্যাপক ড মোঃ লালমদ্দিন মো্ললা, প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান রানা , মীর্জা মায়নুর মেহের, ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন সেমিস্টারের ছাত্র –ছাত্রী বৃন্দ সহ প্রমুখ।
বরিশাল প্রেস ক্লাব ও বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়ামে ডিমের পুষ্টি গুন নিয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন ড এ কে এম মোস্তফা আনোয়ার এবং ড মোঃ ফখরুজ্জামান।
১৯৯৬ সাল থেকে ইন্টারন্যাশনাল এগ কমিশন বছরের অক্টোবর মাসের ২য় শুক্রবার বিশ্ব ডিম দিবস পালন করে আসছে বলে জানান বক্তারা।
Vetsbd Livestock related only Bangla blog