ছাত্রীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতনে অভিযুক্ত দুই শিক্ষকের (প্রেষণে কর্মরত)
কুশপুত্তলিকা দাহ করেছে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা।
স্থায়ী শিক্ষকের অভাবে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর
উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শহিদুল ইসলাম খোকন
এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুনুর রশিদ উক্ত কলেজে প্রেষণে আসেন।
তাদের বিরুদ্ধে প্রথম থেকেই শিক্ষার্থীদের মানসিকভাবে
নির্যাতন ও ছাত্রীদের চেম্বারে ডেকে নির্যাতনের অভিযোগ উঠে।
শিক্ষার্থীরা তিন দফা ওই দুই কর্মকর্তার অপসারণের দাবি
জানালেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। নাম প্রকাশে
অনিচ্ছুক দ্বিতীয় বর্ষের এক ছাত্রী কান্নাজরিত কণ্ঠে জানান, তিনি বিবাহিত হওয়ায় তাকে অনেক কটু কথা বলা হয়। এমনকি তার কাছে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে জানতে চাওয়া হয়। ছুটির দিন বিনোদনের জন্য ছাত্রীদের চেম্বারে যেতে বলা হয়।
ওই শিক্ষক দ্বয়ের বিরুদ্ধে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে প্রধান করে দুই সদস্য
বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
কমিটিকে দশ কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
অভিযুক্ত শিক্ষকদ্বয় শিক্ষার্থীদের পিতৃমাতৃহীণ, পরিচয়হীন
এবং নানা অশ্লীল ভাষায় গালাগালি করে বলে জানান ছাত্রছাত্রীরা।
এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদের
দাবিতে আজ ২৩ দিনের মত ক্লাস ও পরীক্ষা বর্জন করে
আন্দোলন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা
করে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা জানান,
বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা না পাওয়ায় তারা মানসম্মত
শিক্ষা হতে বঞ্চিত হচ্ছেন।
প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে গুটিকয়েক শিক্ষক প্রেষণে এনে
একজন শিক্ষককে দিয়েই চালানো হচ্ছে একাধিক বিভাগ।
প্রয়োজনীয় অবকাঠামো এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সুপারিশ থাকা সত্ত্বেও কেন যবিপ্রবির অনুষদে পরিণত করা হচ্ছে না কর্তৃপক্ষের কাছে তা জানতে চায় শিক্ষার্থীরা।
সমাবেশ শেষে অভিযুক্ত দুই শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করে শিক্ষার্থীরা।
http://www.campuslive24.com/campus.138570.live24/
★watch video on youtube..
http://m.youtube.com/watch?v=SvyA-EGHEpY
এটাও দেখতে পারেন
বন্যা কবলিত এলাকার প্রাণিদের জন্য করণীয়
আমাদের দেশের উত্তরাঞ্চল অর্থাৎ কুড়িগ্রাম লালমনিরহাটে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবস্থা বিরাজ করছে। প্রায় সকলের বাড়িতেই পানি …