ভারতের পাঞ্জাব প্রদেশকে বলা হচ্ছে ভবিষ্যৎ ভারতের মিল্ক পার্লর। গত ৩০জুন ২০১৪ সালে ইন্ডিয়া টাইমস এ প্রকাশিত সূত্র হতে জানা যায় ভারতের পাঞ্জাব প্রদেশে জনপ্রতি প্রতিদিনের দুধের পাপ্যতা হচ্ছে ৯৩৭ গ্রাম, যা অন্যান্য প্রদেশের তুলনায় অনেক বেশি (২য় স্থান হারিয়ানা ৬৭৯ গ্রাম)। এ কৃতিত্ব নিঃসন্দেহে ভারতের কৃষক, খামারী, ব্যবসায়ী সকলের। আর কৃষক, খামারী, ব্যবসায়ী সকল শ্রেণির উৎপাদকদেরকে যারা জ্ঞান, প্রযুক্তি কিংবা সার্ভিস দিয়ে এগিয়ে রেখেছেন তাঁরা হলেন প্রাণিসম্পদ বিষয়ক একাডেমিশিয়ান, সম্প্রসারণ কর্মী এবং গবেষকবৃন্দ। তাহলে আমরা দেখে নিই কাঁরা সেই একাডেমিশিয়ান, সম্প্রসারণ কর্মী এবং গবেষক।
পাঞ্জাবের যে প্রতিষ্ঠানটি প্রাণিসম্পদ খাত উন্নয়নের লক্ষে সম্প্রসারণকর্মী তৈরি করার প্রধান কারিগর হিসেবে কাজ করছে তা হলো লুধিয়ানা জেলায় অবস্থিত গুরু আনন্দ দেব ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস ইউনিভার্সিটির কলেজ অব ভেটেরিনারি সাইন্স। কলেজটি ইতোমধ্যেই দেশীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রাণি স্বাস্থ্য ও উৎপাদন বিষয়ক শিক্ষা ও গবেষণায় অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। পাঞ্জাবে ভবিষ্যতে যে “হোয়াইট রেভ্যুলেশন” ঘটানোর কথা ভাবা হচ্ছে তার পুরোধা হিসেবে কলেজটি কাজ করবে। এখন দেখে নিই কলেজটিতে কি পড়ানো হয়।
কলেজ অব ভেটেরিনারি সাইন্স, গুরু আনন্দ দেব ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস ইউনিভার্সিটি
কলেজটিতে রয়েছে অত্যন্ত উঁচু মানের যোগ্য ও অভিজ্ঞ অনুষদবর্গ যাদের প্রাণি স্বাস্থ্য ও উৎপাদন বিষয়ক গবেষণায় উল্লেখযোগ্য অবদান রয়েছে এবং যারা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন পুরষ্কারে ভূষিত হয়েছেন। কলেজটি ১৯৯৮ সাল থেকে Veterinary Council of India কর্তৃক স্বীকৃত Standards of Veterinary Education Degree Course (B.V.Sc. & A.H.) Regolations, 1993 এর নীতিমালা অনুসরণ করে আসছে। কলেজটি Veterinary Council of India কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত এবং ২০০৪ সালে Indian Council of Agricultural Research থেকে এক্রিডিটেশন প্রাপ্ত।
কলেজটিতে ৫ বছরের B.V.Sc. & A.H.; M.V.Sc.; Ph.D ডিগ্রি দেয়া হয়ে থাকে। B.V.Sc. & A.H কোর্সসমূহ নিম্নলিখিত বিভাগের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে-
- Veterinary Anatomy
- Veterinary Physiology and Biochemistry
- Veterinary Pharmacology and Toxicology
- Veterinary Parasitology
- Veterinary Microbiology
- Veterinary Pathology
- Veterinary Public Health and Epidemiology
- Animal Nutrition
- Animal Genetics and Breeding
- Livestock Production Management
- Livestock Products Technology
- Veterinary Gynaecology & Obstetrics
- Veterinary Surgery and Radiology
- Veterinary Medicine
- Veterinary and Animal Husbandry Extension Education
- Teaching Veterinary Clinical Complex
- Instructional Livestock Farm Complex
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা ও গবেষণার জন্য প্রত্যেকটি বিভাগেই রয়েছে অত্যন্ত আধুনিক ল্যাবরেটরি এবং পর্যাপ্ত অবকাঠামো। সকল শ্রেণির প্রাণির স্বাস্থ্য সুরক্ষায় রয়েছে আধুনিক সুবিধা সমৃদ্ধ ভেটেরিনারি টিচিং হাসপাতাল। তাছাড়া শিক্ষা ও গবেষণার জন্য কলেজটিতে রয়েছে আধুনিক গরু ও মুরগির খামার। এটা ভারতের একমাত্র ভেটেরিনারি কলেজ যেখানে Indian Council of Agricultural Research এর দু’দুটি সেন্টার। একটি Department of Veterinary Surgery & Radiology তে এবং অন্যটি Department of Veterinary Gynaecology and Obstetrics এ।
B.V.Sc. & A.H কোর্সটি তিনটি ধাপে অধ্যয়ন করানো হয়-
- ১ম ধাপ হচ্ছে pre-clinical ধাপ যেখানে anatomy, physiology and biochemistry এবং animal husbandry বিষয়সমূহ ১ম ও ২য় বছরে পড়ানো হয়।
- ২য় ধাপ হচ্ছে para-clinical ধাপ যেখানে Microbiology, Parasitology, Pharmacology and basic clinical science বিষয়সমূহ ৩য় ও ৪র্থ বছরে পড়ানো হয়।
- ৩য় ধাপ হচ্ছে clinical ধাপ যেখানে Surgery, Medicine and Gynaecology বিষয়সমূহ ৪র্থ ও ৫ম বছরে পড়ানো হয়।
উপর্যুক্ত ৩টি ধাপ শেষে ছাত্রদেরকে প্রাণির উৎপাদন, প্রযুক্তি, গবেষণাগারে রোগ নির্নয় এবং হাসপাতাল চিকিৎসা কার্যক্রমে মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করতে হয়। সন্তোষজনকভাবে ইন্টার্নশিপসহ B.V.Sc. & A.H কোর্স সমাপ্তির পর শিক্ষানবিস ডাক্তারদেরকে Punjab State Veterinary Council / Veterinary Council of India থেকে রেজিস্ট্রেশন নিতে হয়।
এবার আসি জণগণের দোরগোড়ায় প্রাণিসম্পদের সেবা পৌছেঁ দেয়ার জন্য যে প্রতিষ্ঠানটি কাজ করছে তার আলোচনায়। ডিপার্টমেন্ট অব এনিম্যাল হাজবেন্ড্রি মূলত এ কাজটি করে থাকে।
ডিপার্টমেন্ট অব এনিম্যাল হাজবেন্ড্রি, পাঞ্জাব
ভিশনঃ
গরু, পোল্ট্রিসহ অন্যান্য প্রাণিসম্পদের উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং প্রানিজ পুষ্টিমানের উন্নয়ন ঘটানো।
মিশনঃ
১। উন্নয়ন ও সংরক্ষণের মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে শক্তিশালী করা।
২। প্রাণি স্বাস্থ্য সেবা নিশ্চিত করে উৎপাদন বৃদ্ধি করা।
৩। আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
উদ্দেশ্যঃ
১। প্রাণির উৎপাদন বৃদ্ধি করা।
২। প্রাণির স্বাস্থ্য সেবা নিশ্চিত করা।
৩। গো-খাদ্যের মান উন্নয়ন করা।
৪। পোল্ট্রি, শুকর এবং ছাগল ও ভেড়ার জাতের মান উন্নয়ন করা।
৫। দেশীয় জাতসমূহকে সংরক্ষণ করা।
৬। অবকাঠামো উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধি করা।
৭। প্রাণি স্বাস্থ্য সেবা ক্যাম্পের মাধ্যমে সেবা প্রদান করে খামারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
সেবা সংক্রান্ত বিষয়াদিঃ যে সকল সেবা দেয়া হয়-
১। গৃহপালিত এবং বন্য প্রাণির চিকিৎসা সেবা।
২। গরু এবং মহিষের কৃত্রিম প্রজনন।
৩। ল্যাবরেটরির মাধ্যমে বিভিন্ন ধরণের টেস্ট করে থাকে।
৪। স্বাস্থ্য ও পোস্ট মর্টেম সনদ প্রদান।
৫। ব্যপক আকারে টিকাদান ও কৃমিণাশক কর্মসূচী পরিচালনা।
৬। চিকিৎসা ও ফার্টিলিটি ক্যাম্প পরিচালনা।
৭। কারিগরি পরামর্শ প্রদান এবং প্রকল্পের রিপোর্ট প্রদান।
৮। বিভাগীয় পরিকল্পনা এবং সম্প্রসারণ কার্যক্রমের প্রচার।
Herd Registration
যেসকল খামারি দুগ্ধবতী গরু লালন পালন এবং বিক্রি করে থাকে তাদের গাভীগুলিকে রেজিস্ট্রেশন ও চিহ্নিতকরণের মাধ্যমে খামারিদের স্বার্থকে রক্ষা করার জন্যই মূলত The Punjab Herd Registration Act 2006 তৈরি করা হয়েছে। উৎপাদন এবং পিডিগ্রির নির্ভরযোগ্য ডাটাবেইজ তৈরি এবং রক্ষা করাও Herd Registration Act 2006 এর প্রধান কাজ।
Herd Registration Authority এর কার্যাবলী
১। Herd registration programmes বাস্তবায়নের লক্ষে একটি ডিটায়েল পরিকল্পনা তৈরি করা।
২। সকল দুগ্ধবতী প্রাণির রেজিস্ট্রেশন নিশ্চিত করা।
৩। রেজিস্ট্রেশনকৃত প্রত্যেক দুগ্ধবতী প্রাণির সনাক্তকরণ চিহ্ন দেয়া।
৪। সকল দুগ্ধবতী প্রাণির physical traits, breed conformity, pedigree, performance, health status,
feeding and farm management status এর হিসাব সংরক্ষণ।
৫। দুগ্ধবতী প্রাণির মালিকানা এবং এলাকা পরিবর্তন সমন্ধে হিসাব রাখা।
৬। Higher genetic merit এর cow bulls and buffalo bulls কে চিহ্নিত করা এবং সেগুলিকে breeding
programmes এ ব্যবহার করা।
৭। Semen certificate or Embryo certificate ইস্যু করা।
Herd Registration পদ্ধতি
সার্ভে করাঃ
১। মাঠ পরিদর্শক (ভেটেরিনারি ইন্সপেক্টর/এআই কর্মী/অন্য কোন শিক্ষিত কর্মী) কর্তৃক বাড়ি বাড়ি গিয়ে নির্দিষ্ট ফরম পূরণের মাধ্যমে সার্ভে করা।
২। ভেটেরিনারি অফিসার কর্তৃক মাঠ পরিদর্শকের করা সার্ভে রিপোর্টের ক্রস চেক করা।
৩। উপপরিচালক (এনিম্যাল হাজবেন্ড্রি) বা সিনিয়র ভেটেরিনারি অফিসার কর্তৃক সকল গ্রাম/শহরের অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ।
নাগরিক সেবা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাগরিক সনদ অনুযায়ী)
- প্রতিরোধমূলক সেবাঃ প্রাণি ও পাখির টিকাদান এবং প্রাণিকে কৃমিমুক্তকরণ- ভেটেরিনারি অফিসার/ভেটেরিনারি ইন্সপেক্টর
- বিনামূল্যে ঔষধ সরবরাহঃ সেন্ট্রাল ভেটেরিনারি ডিসপেনসারি/সেন্ট্রাল ভেটেরিনারি হাসপাতাল/ পলিক্লিনিক
- রোগ নিরাময় সংক্রান সেবাসমূহঃ
- সেন্ট্রাল ভেটেরিনারি ডিসপেনসারিতে মাইনর ভেটেরিনারি ট্রিটমেন্ট- ভেটেরিনারি ইন্সপেক্টর
- সেন্ট্রাল ভেটেরিনারি হাসপাতাল/ পলিক্লিনিকে এবং মোবাইল ভেট সার্ভিসের মাধ্যমে অসুস্থ্য প্রাণির চিকিৎসা এবং ডায়াগনিস্টিক রিপোর্ট (রক্ত, পায়খানা ইত্যাদি ) প্রদান- সিনিয়র ভেটেরিনারি অফিসার/ভেটেরিনারি অফিসার/পলিক্লিনিকের বিশেষজ্ঞগণ
- প্রজনন সংক্রান্ত সেবাঃ কৃত্রিম প্রজনন এবং গর্ভ পরীক্ষা- ভেটেরিনারি ইন্সপেক্টর/ভেটেরিনারি অফিসার/সিনিয়র ভেটেরিনারি অফিসার
- রেগুলেটরি সেবাসমূহঃ ভেটেরিনারি স্বাস্থ্য সনদ ইস্যুকরণ, মেডিকোলিগ্যাল কেইসের সনদ ইস্যুকরণ এবং পোস্ট মর্টেম সনদ ইস্যুকরণ- সিনিয়র ভেটেরিনারি অফিসার/ভেটেরিনারি অফিসার/পলিক্লিনিকের বিশেষজ্ঞগণ
- ফডার সরবরাহ সেবাসমূহঃউন্নত মানের ফডার বীজ বিতরণ এবং উদ্ধৃত ফডার সংরক্ষণ- ফডার ডেভেলপমেন্ট অফিসার (এগ্রোনমিস্ট)
এক নজরে ডিপার্টমেন্ট অব এনিম্যাল হাজবেন্ড্রি, পাঞ্জাবঃ
১। ভেটেরিনারি হাসপাতাল: ১৩৬৭ টি (প্রাদেশিক-৭৮৫ এবং জিলা পরিষদ-৫৮২)
২। ভেটেরিনারি ডিসপেনসারি: ১৪৮৫ টি
৩। ভেটেরিনারি পলিক্লিনিকস: ১৯ টি
৪। ফ্রোজেন সিমেন ব্যাংক: ০২ টি
৫। ব্রিডিং ফার্ম: ১২ টি
৬। ফডার সীড প্রডাকশন ফার্ম: ২ টি
৭। আঞ্চলিক রোগ নির্ণয় কেন্দ্র: ১ টি
৮। ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট: ১ টি
এখানে লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে স্বাস্থ্য বলি আর প্রজনন বলি কিংবা হার্ড রেজিস্ট্রেশন যাই বলি না কেনো খামারী পর্যায়ে সকল সেবা নিশ্চিত করার দায়িত্বপ্রাপ্ত একমাত্র অফিসার হচ্ছেন একজন ভেটেরিনারিয়ান।
Administrative Officers at State Head Quarter and District Level
Administrative Officers at Head Quarter
- S. Gulzar Singh Ranike: Minister for Animal Husbandry, Fisheries and Dairy Development Minister Punjab
- Sh. Mandeep Singh Sandhu, IAS Additional Chief Secretary, Animal Husbandry, Fisheries, and Dairy Development, Government Of Punjab. CEO, PLDB, Chandigarh.
- Sh. …………., IAS, Special Secretary, Animal Husbandry , Fisheries, and Dairy Development, Government Of Punjab
- Dr.Harjinderjit Singh Sandha, Director, Animal Husbandry Punjab, Additional CEO, PLDB, Chandigarh. Chief Vigilance Officer (AHD Punjab).
- Dr.Amarjeet Singh, Joint Director , A.H. , Chandigarh. PIO and Registrar, Punjab Veterinary Council
- Dr. Vinay Mohan, Joint Director, RDDL , Jallandhur.
- S. Jatinder Singh, Joint Director, Fodder , Chandigarh.
- Dr. Narinder Pal Thamman, Deputy CEO, PLDB Chandigarh
- Dr. Ashwani Bhardwaj, AD, Deputy Director (Sheep & Wool),
- Dr. Ramesh Bhardwaj, AD, Senior Executive, PLDB Chandigarh
- Dr. Nitin Kumar, CEO, Punjab Gau Sewa Commission, Chandigarh
- Dr. Desh Deepak Goyal, Deputy Director (Stat.), Chandigarh
- Dr. Lakhwinder Singh,Veterinary Officer, (Poultry Genetics),Chandigarh.
Administrative Officers at District Head Quarter
- Dr. Pawan Kumar Malhotra, Deputy Director , (A.H.), Amritsar
- Dr.Sukhdev Singh , Deputy Director , (A.H.), Barnala
- Dr. Pardeep Kumar, Deputy Director, (A.H.), Bathinda
- Dr. H.M. Walia, Deputy Director, (A.H.), Fathegarh Sahib
- Dr.Gautam Parshad, Deputy Director, (A.H.), Faridkot
- Dr. Baldev Singh, Deputy Director, (A.H.), Ferozepur
- Dr. Arvind Sharma , Deputy Director , (A.H.), Gurdaspur
- Dr. Naresh Kumar, Deputy Director, (A.H.) Hoshiarpur
- Dr. Chopra , Deputy Director (A.H.), Jalandhar
- Dr.Satpal Singh, Deputy Director , (A.H.), Kapurthala
- Dr. Inderjit Singh, Deputy Director, (A.H.), Ludhiana
- Dr. Amrit Pal Singh , Deputy Director, (A.H.), Mansa
- Dr. Najar Singh, Deputy Director, (A.H.), Moga
- Dr. Chander Mohan, Deputy Director, (A.H.), Ajitgarh (MOHALI)
- Dr.Parminder Singh, Deputy Director, (A.H.), Muktsar
- Dr. Amarjit Singh Multani, Deputy Director, (A.H.) , Shaheed Bhagat Singh Nagar
- Dr. H.M. Walia, Deputy Director, (A.H.), Patiala
- Dr.Kuldip Kumar, Deputy Director (A.H.), Pathankot
- Dr. , Deputy Director (A.H.), Roop Nagar
- Dr. Naresh Sachdeva, Deputy Director (A.H.), Fazilka
- Dr.Sukhcharanjit Singh, Deputy Director, (A.H.), Sangrur
- Dr. Raminder Mohan , Deputy Director , (A.H.), Tarn Taran
- Dr. N.K. Talwar , Deputy Director, (A.H.), Vaccine Institute Ludhiana
- Dr.Manohar Lal, Deputy Director,(A.H.), Mattewara(Ldh.)
- Dr. Gurdeep Singh , Deputy Director, Training, Patiala
জেলাভিত্তিক ভেটেরিনারিয়ানের পরিসংখ্যানঃ প্রতিটি জেলাতে এক বা একাধিক ডিডি, এডি, সিনিয়র ভেটেরিনারি অফিসার এবং ভেটেরিনারি অফিসার থাকেন, যাদের বেসিক ডিগ্রি হচ্ছে পাচঁ বছর মেয়াদী B.V.Sc. & A.H। ভেটেরিনারি হাসপাতালে ভেটেরিনারি অফিসার, তহসিল সদর দপ্তরে সিনিয়র ভেটেরিনারি অফিসার এবং জেলা সদর দপ্তরে উপপরিচালক-এ.এইচ (এখানে এ.এইচ ডিপার্টমেন্টের নাম বুঝাচ্ছে, পশুপালন নয়) দায়িত্বে থাকেন।
Shri Amritsar Sahib: 38
Bathinda: 26
Barnala: 11
Faridkot: 18
Fatehgarh Sahib: 25
Fazilka: 22
Ferozepur: 20
Gurdaspur: 39
Hoshiarpur: 54
Jalandhar: 63
Ludhiana: 97
Kapurthala: 20
Moga: 13
Mansa: 17
Mukatsar: 13
Pathankot: 11
Sangrur: 39
Tarn Taran: 16
Patiala: 72
Roop Nagar: 47
SAS Nagar ( Mohali ): 32
Sheed Bhagat Singh Nagar: 20
Total: 713
National Animal Disease Reporting system (NADRS)
এখানে হার্ডওয়্যার এবং সফটয়্যার কানেক্টিভিটি’র জন্য ব্লক ও জেলা পর্যায়ে ২ জন ভেটেরিনারি ইন্সপেক্টর, ১২ জন সিনিয়র ভেটেরিনারি অফিসার ও ১৪৭ জন ভেটেরিনারি অফিসার এবং প্রাদেশিক সদর দতরে ২ জন উপপরিচালক (ভেটেরিনারিয়ান) জনবল রয়েছে, যাদের সকলেই ভেটেরিনারিয়ান।
Appointment of the Service of the Department of Animal Husbandry, Punjab
(According to DAH, Punjab and Punjab Public Service Commission)
Director: romoted from amongst the Joint Director, who have an experience of working as such for a minimum period of 3 years.
- Joint Director: Promoted from amongst the Deputy Director/Research Officer, who have an experience of working as such for a minimum period of 3 years.
- Deputy Director: Promoted from amongst the Assistant Director/ Senior Veterinary Officer/ Assistant Research Officer, who have an experience of working as such for a minimum period of 5 years.
- Research Officer: Promoted from amongst the Assistant Director/ Senior Veterinary Officer/ Assistant Research Officer, who have an experience of working as such for a minimum period of 10 years.
- Senior Veterinary Officer/AD: Promoted from amongst the Veterinary Officer, who have an experience of working as such for a minimum period of 10 years.
- Assistant Research Officer: DO
- AD-AH (Sheep & Wool Marketing): DO
- Poultry Nutritionist: DO
- Poultry Pathologist: DO
- Poultry Genetist: DO
- Veterinary Public Health Officer: DO
- Bacteriologist: DO
- Junior Epidemiologist: DO
- Assistant Parasitologist: DO
- Surgical Specialist: DO
- Gynaecologist: DO
- Clinical Pathologist: DO
- Assistant Pathologist: DO
- Microbiologist: DO
- Veterinary Officer (Entry Post): Bachelor Degree in Veterinary Science and Animal Husbandry from any Recognized University or Institution. Provided that the persons possessing qualification of Ph.D. or M.V.Sc. in any of the Branches of Animal Husbandry and Veterinary Science shall be given preference. (Punjab Public Service Commission)
সুতরাং দেখা যাচ্ছে ডিপার্টমেন্টের নাম এনিম্যাল হাজবেন্ড্রি হলেও সেখানে আদৌ পশুপালন গ্রাজুয়েট বলতে কোন গ্রাজুয়েটের অস্তিত্ব নেই। বিভাগটির উপড় থেকে নীচ পর্যন্ত সকল অফিসারই ভেটেরিনারিয়ান। অর্থাৎ সকলেই ৫ বছরের B.V.Sc. & A.H. ডিগ্রিপ্রাপ্ত এবং অনেকেরই M.V.Sc (হেলথ অথবা উৎপাদন যে কোন বিষয়েরই) ডিগ্রি রয়েছে। উল্লেখ্য পুরো ভারতেই এনিম্যাল হাজবেন্ড্রি ডিপার্টমেন্ট ভেটেরিনারিইয়ান (একীভুত শিক্ষা) দ্বারাই পরিচালিত হচ্ছে। তাছাড়া দু’একটি কলেজ ডেইরী টেকনোলজিতে (যা মূলত ডেইরী ইঞ্জিনিয়ারিং ডমিন্যান্ট নির্ভর ডিগ্রি) অনার্স দিলেও পাবলিক সার্ভিসে তাদের কোন পোস্ট নেই। বর্তমানে বাংলাদেশে ভেটেরিনারি শিক্ষায় যে কোর্স পড়ানো হচ্ছে তাতে দেখা যায় গুরু আনন্দ দেব ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস ইউনিভার্সিটির কলেজ অব ভেটেরিনারি সাইন্স এ পঠিত Animal Genetics and Breeding (১৩), Livestock Products Technology (৬), Animal Nutrition (৯) এবং Livestock Production and Management (১৪) ক্রেডিটের চেয়ে বেশি পড়ানো হয়। অর্থাৎ প্রাণিসম্পদ অধিদপ্তরে এন্ট্রি লেবেলের সকল পোস্টে ভেটেরিনারিয়ানগণ অত্যন্ত যুক্তিসঙ্গতভাবেই আবেদন করার যোগ্যতা রাখে। কারণ পাঞ্জাবের মতো লাইভস্টক সমৃদ্ধ একটি প্রদেশ যদি ভেটেরিনারিয়ানদের উপড় আস্থা রেখে হোয়াইট রেভ্যুলেশনের চূড়ান্ত পর্যায়ে পৌছেঁ যেতে পারে, তবে আমরা কেনো জিন্নাহর কুখ্যাত দ্বিজাতিতত্ত্বের মতো ভেটেরিনারি পেশাকে দুটি স্রোতে বিভক্ত করে প্রাণিসম্পদ সেক্টরের অগ্রযাত্রাকে শ্লথ করে দিবো??? প্রাণিসম্পদ বিভাগের ভবিষ্যৎ অর্গানোগ্রাম যাই হোক না কেনো এন্ট্রি পোস্টে যাতে সকল ভেটেরিনারিয়ানের প্রবেশাধিকার নিশ্চিত হয় তার জন্য যৌক্তিক আন্দোলন চালিয়ে যেতে হবে।