যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ দ্রুত বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলন কর্মসূচীরর আজ নবম দিনে ০৬-০৮-১৫ তারিখে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের ডিভিএম শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচী ছিল ঝিনাইদহের পায়রা চত্তরে। কিন্তু সকাল ১১ টায় শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হলে ঝিনাইদহ সদর থানা পুলিশ তাদের শান্তিপূর্ণ মানববন্ধন পালন করতে দেয়নি। এতে ক্ষুদ্ধ শিক্ষার্থীরা পরে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন ১ম বর্ষ এর জারিন, ইমরান, শাকিল, অনিক এবং২য় বর্ষ বৃষ্টি, সোনিয়া, ফাহিম, মিশুক। বক্তারা তাদের দাবির কথা তুলে ধরেন এবং দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়, মৎস ওপ্রাণিসম্পদ মন্ত্রণালয় সর্বোপরি প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। অন্যদিকে কলেজের অধ্যক্ষ বরাবর ০৩-০৮-১৫ তারিখে শিক্ষার্থীদের দেওয়া দুজন শিক্ষকের( ডা. হারুনর রশিদ এবং ডা. শহিদুল ইসলাম খোকন) অপসারনের জন্য আবেদন পত্রের কোন সুরাহা করেন নি কলেজ প্রসাশন, এতে শিক্ষার্থীদের মনে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। তাদের প্রশ্ন কলেজ প্রশাসনের কি কিছুই করার নেই, নাকি ঐ দুজন শিক্ষকই চালাচ্ছেন প্রশাসন।
এবিষয়েও দ্রুত কার্যকর উদ্যোগ দেখতে চান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এটাও দেখতে পারেন
বন্যা কবলিত এলাকার প্রাণিদের জন্য করণীয়
আমাদের দেশের উত্তরাঞ্চল অর্থাৎ কুড়িগ্রাম লালমনিরহাটে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবস্থা বিরাজ করছে। প্রায় সকলের বাড়িতেই পানি …