Shared from: www.campuslive24.com
পবিপ্রবি লাইভ: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষক ড. একেএম মোস্তফা আনোয়ার সিঙ্গাপুর সফরে গেছেন। সোমববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, ড. একেএম মোস্তফা আনোয়ার সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য 6th Congress of Federation of Immunological Societies of Asia-Oceania (FIMSA) এ অংশগ্রহণ করতে এ সফরে যান।
তিনি ইতোমধ্যে সিঙ্গাপুরে পৌঁছেছেন এবং কংগ্রেস এ অংশগ্রহণ করেছেন বলেও জনসংযোগ বিভাগ নিশ্চিত করেছে। সোমববার (২৯ জুন) থেকে আগামী ৩ জুলাই পর্যন্ত এ কংগ্রেস চলবে।
উল্লেখ্য, ড. একেএম মোস্তফা আনোয়ার বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মাইক্রোবায়োলজি এন্ড ভাইরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় চেয়ারম্যান।
– See more at: http://www.campuslive24.com/campus.131730.live24/#sthash.pbn6fO7n.dpuf